LIVE UPDATE: প্যারিসে সুপারমার্কেটে গুলিতে নিহত অন্তত ২ পণবন্দী
# পশ্চিম প্যারিসের সুপারমার্কেটে গুলিরলড়াই, পণবন্দীদের মধ্যে মারা গেলেন অন্তত দু'জন। # ফরাসী প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে জঙ্গি হানার নিন্দা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। # প্যারিসের পোর্তে দে ভিনসেন্সের কাছে সুপারমার্কেটটি অবস্থিত।
LIVE UPDATE: # পশ্চিম প্যারিসের সুপারমার্কেটে গুলিরলড়াই, পণবন্দীদের মধ্যে মারা গেলেন অন্তত দু'জন।
# ফরাসী প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে জঙ্গি হানার নিন্দা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
# প্যারিসের পোর্তে দে ভিনসেন্সের কাছে সুপারমার্কেটটি অবস্থিত।
# ফ্রান্স ২৪ এর খবর অনুযায়ী ২ বন্দুকধারী এক মহিলা ও কয়েকজন শিশু সহ অন্তত ৫জনকে প্যারিসের এক সুপারমার্কেটে পণবন্দী করে রেখেছে। অসমর্থিত সূত্রে খবর, এই বন্দুকধারীরা সম্ভবত পুলিসকর্মী হত্যার সঙ্গে জড়িত।
# পশ্চিম প্যারিসের সুপারমার্কেটে গুলিতে আহত হয়েছেন অন্তত ১ ব্যক্তি।
# শার্লে দে গল বিমানবন্দর কর্তৃপক্ষ বিমান বাতিল বা দিক পরিবর্তনের খবর গুজব বলে উড়িয়ে দিয়েছে।
Map shows industrial estate where 2 #CharlieHebdo suspects are holed up, surrounded by police http://t.co/hi9g8dxpiR pic.twitter.com/Vw2L6SQcMH
— BBC Breaking News (@BBCBreaking) January 9, 2015
# CNN বলছে, স্থানীয় পুলিসের কাছে আততায়ীরা জানিয়ছে তাঁরা যোদ্ধার মতো মৃত্যুবরণ করতে চায়।
Charlie Hebdo attack suspects told police by phone they wanted to die as martyrs, French lawmaker tells TV station. http://t.co/7Bxdhozq4H
— CNN Breaking News (@cnnbrk) January 9, 2015
# বিমানবন্দর চত্বরে কোনও মোবাইল ফোন কাজ করছে না।
# বিমান বন্দরের কাছে একটি বাড়িতে গা ঢাকা দিয়েছে জঙ্গিরা। আশেপাশের বাড়ির ছাদে হেলিকপ্টার থেকে নামল সেনা।
# AFP সূত্রে খবর, ফ্রান্সের প্রধানমন্ত্রী জানিয়েছেন, ""আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করছি। আমরা কোনও ধর্মের বিরুদ্ধে লড়ছি না।''
#সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই চলছে। গোটা দেশকে একজোট থাকা আর্জি ফ্রান্সের প্রধানমন্ত্রীর।
# নতুন করে চাঞ্চল্য ছড়াল প্যারিসে। একটি গাড়ি করে পালাচ্ছে জঙ্গিরা। সেই গাড়িটিকে ধওয়া করতেই গুলি চলে। হামলা চালানো হয় পুলিসের ওপর। শুক্রবার সকাল থেকে যে এলাকায় দুই জঙ্গি খোঁজে তল্লাসি চালানো হচ্ছিল। সেখানেই সন্দেহভাজন গাড়িটিকে দেখতে পাওয়া হয়। তারপরই গোটা এলাকা জুড়ে আকাশ পথে খোঁজ শুরু হয়েছে।
MORE: Suspects in the newspaper attack are inside a printing house near the airport and appear to have a hostage: http://t.co/bK3hHnKdWb
— The Associated Press (@AP) January 9, 2015
#ParisShooting | France 'at war' with terrorism, not religion: France PM Manuel Valls http://t.co/zM2XvrgyeA
— Deccan Chronicle (@DeccanChronicle) January 9, 2015
# শার্লি এবদোর দফতরে জঙ্গি হামলার ঘটনায় সন্দেহভাজন জঙ্গিদের খোঁ জ চালানো হচ্ছে। মনে করা হচ্ছে কিছুক্ষণের মধ্যে অভিযুক্তদের ধরে ফেলতে সক্ষম হবে ফ্রান্সের পুলিস।
#ParisShooting | Runway at Charles De Gaulle airport closed, flights diverted: Reports: http://t.co/zM2XvrgyeA
— Deccan Chronicle (@DeccanChronicle) January 9, 2015
# পুলিস একটি সন্দেহভাজন গাড়িকে ধওয়া করার সময় গুলি চলে। পুলিসকে লক্ষ্য করে গুলি চালানো হয়। রাস্তা বন্ধ করে অপরাধীদের ধরার চেষ্টা করছে পুলিস।
# জঙ্গিদের তল্লাসিতে কী অগ্রগতি হয়েছে, তা নিয়ে কিছুক্ষণেই ফ্রান্সের প্রেসিডেন্ট সাংবাদিকদের মুখোমুখি হবেন।
# AFP সূত্রে খবর একটা বাড়িতে গা ঢাকা দিয়ে আছে আততায়ীরা।