জিআইসি কর্তাদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক দিয়ে শুরু সিঙ্গাপুর সফর-বাংলা এখন সিঙ্গাপুরে LIVE

জিআইসি গ্রুপের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করছেন শিল্পমন্ত্রী অমিত মিত্র।

Updated By: Aug 18, 2014, 12:22 PM IST
জিআইসি কর্তাদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক দিয়ে শুরু সিঙ্গাপুর সফর-বাংলা এখন সিঙ্গাপুরে LIVE

বিনিয়োগকারী সংস্থা GIC-র কর্তাদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক দিয়ে শুরু হল রাজ্য সরকারের সিঙ্গাপুর সফর। পশ্চিমবঙ্গের রিয়েল এস্টেট এবং পরিকাঠামো ক্ষেত্রে প্রকল্পভিত্তিক বিনিয়োগের অ্যাডভান্টেজ তুলে ধরেনঅর্থমন্ত্রী অমিত মিত্র। বৈঠক ইতিবাচক হয়েছে বলে জানিয়েছে উপস্থিত শিল্পকর্তারা।

সকাল ৭টা- সিঙ্গাপুরে GIC প্রাইভেট লিমিটেডের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে শিল্পমন্ত্রী।  বিকেলে JPC গ্রুপের সঙ্গেও বৈঠক রাজ্যের কর্তাদের। বিকেলে আজাদ হিন্দ বাহিনীর শহিদস্তম্ভে শ্রদ্ধাজ্ঞপন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সাংগ্রিলা হোটেলে উঠেছেন মুখ্যমন্ত্রী।

ভোর ৪টা-- ব্র্যান্ড বেঙ্গল নিয়ে সিঙ্গাপুরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  সঙ্গে ৬০ জনের প্রতিনিধি দল। রয়েছেন শিল্পমন্ত্রী, আমলা ও শিল্পপতিদের একাংশ। দিনভর শিল্পসংস্থার সঙ্গে বৈঠক। পাঁচদিনের সফরে মুখ্যমন্ত্রীর নজর লগ্নিতে।

 

.