বাবা-মায়ের স্মার্টফোন আসক্তির প্রতিবাদে পথে নামল শিশুরা

মা-বাবা সারাদিন মুখ গুঁজে থাকেন স্মার্টফোনে। প্রতিবাদে পথে নামল কচিকাঁচারা। জার্মানির হামবুর্গে দেখা গেল অবাক করা এই মিছিল। 

Updated By: Sep 16, 2018, 04:43 PM IST
বাবা-মায়ের স্মার্টফোন আসক্তির প্রতিবাদে পথে নামল শিশুরা

নিজস্ব প্রতিবেদন: মা-বাবা সারাদিন মুখ গুঁজে থাকেন স্মার্টফোনে। প্রতিবাদে পথে নামল কচিকাঁচারা। জার্মানির হামবুর্গে দেখা গেল অবাক করা এই মিছিল। 

দূরের মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য তৈরি হয়েছিল স্মার্টফোন। সেই স্মার্টফোনই এখন আমাদের অষ্টপ্রহরের সঙ্গী। স্মার্টফোন ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন না এমন মানুষের সংখ্যাও বাড়ছে প্রতিদিন। আর স্মার্টফোনে আসক্তির প্রবণতার নিরিখে শিশুরা এগিয়ে রয়েছে অনেকটাই। তবে জার্মানির ছবিটা আলাদা। সেখানে শিশুরা নয়, কাঠগড়ায় অভিভাবকরা। 

জার্মান সংবাদমাধ্যম DW-তে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, মা বাবার মাত্রাতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের প্রতিবাদে হামবুর্গের রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছে শিশুরা। স্লোগান তোলে, ''আমরা পথে, কারণ আমাদের বাবা-মায়ের চোখ মোবাইল ফোনের স্ক্রিনে।'' 

ইমিল নামে ৭ বছরের এক বালক এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলেন,'আশা করি এই বিক্ষোভের পর মা-বাবার মোবাইল ফোন ব্যবহার কমবে।'

 

বিশেষজ্ঞরা বলেন, বাবা-মায়ের মধ্যে স্মার্টফোন আসক্তির ফলে সন্তানদের প্রতি তাদের আচরণ বদলে যাচ্ছে। আর বাবা-মায়ের উপেক্ষার শিকার হয়ে শিশুদের মধ্যে চঞ্চলতা, হতাশার মতো উপসর্গ দেখা দিচ্ছে। 

বাবা-মায়ের স্মার্টফোন আসক্তির প্রতিবাদে প্রচুর শিশু পথে নামে। স্লোগান তোলে, 'আমার সঙ্গে খেলো, স্মার্টফোন নিয়ে নয়।' 

.