চিলিতে ৮.৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

দক্ষিণ আমেরিকার চিলিতে ভয়াবহ ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৮.৩। প্রাথমিকভাবে এক মহিলা সহ তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহতের সংখ্যা ১০। সুনামীর সতর্কতা জারি করা হয়েছে। মানুষজনকে সতর্ক থাকতে বলা হয়েছে।

Updated By: Sep 17, 2015, 08:56 AM IST
চিলিতে ৮.৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

ওয়েব ডেস্ক: চিলিতে ভয়াবহ ভূমিকম্প। কমপক্ষে তিন জনের মৃত্যু। আহত ১৫। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৮.৩। ভূমিকম্পের তীব্রতায় কেঁপে ওঠে রাজধানী সান্তিয়েগোর বাড়িঘর। আতঙ্কে রাস্তায় নেমে আসেন বাসিন্দারা। চিলি ও পেরুতে জারি সুনামি সতর্কতা। উপকূলবর্তী এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ।

.