ভারতের বিরোধিতা করে পাকিস্তানের পক্ষ নিল চিন

  নিজেদের অবস্থান থেকে সরা দূরের কথা, পরমাণু সরবরাহকারী গোষ্ঠীতে ভারতের ঠাঁই পাওয়া অনিশ্চিত করতে পাকিস্তানের পক্ষ নেওয়া শুরু করল চিন।

Updated By: Jun 21, 2016, 09:47 PM IST
ভারতের বিরোধিতা করে পাকিস্তানের পক্ষ নিল চিন

ওয়েব ডেস্ক:  নিজেদের অবস্থান থেকে সরা দূরের কথা, পরমাণু সরবরাহকারী গোষ্ঠীতে ভারতের ঠাঁই পাওয়া অনিশ্চিত করতে পাকিস্তানের পক্ষ নেওয়া শুরু করল চিন।

 

চিনের সরকারি মুখপত্রে পাকিস্তানের পরমাণু নীতির প্রশংসা করে প্রচার শুরু হয়েছে। দক্ষিণ কোরিয়ার সোলে পরমাণু সরবরাহকারী গোষ্ঠীর বৈঠক শুরু হয়েছে আজ থেকে। বৈঠক শুরুর আগেই চিনা বিদেশ মন্ত্রকের মুখপত্র দাবি করে, বৈঠকে ভারতের সদস্যপদ পাওয়ার বিষয়টি আলোচনার কর্মসূচিতে নেই।

 

যদিও ভারতের বিদেশমন্ত্রী সূষমা স্বরাজ দাবি করেছিলেন, এনএসজিতে ভারতের সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে বাধা হবে না চিন। কিন্তু বাস্তব ঠিক তার বিপরীত। এই অবস্থায় তেইশে জুন উজবেকিস্তানে দেখা হবে চিনের প্রেসিডেন্টের সঙ্গে নরেন্দ্র মোদীর। আশা করা হচ্ছে সেই বৈঠকের পর অবস্থার পরিবর্তন হতে পারে।

.