চারদিন কেটে গেলেও এখনও মেলেনি সন্ধান, মালয়েশিয়ার নিঁখোজ বিমানের খোঁজে ১০টি উপগ্রহকে কাজে লাগাল চিন

মালয়েশিয়ার নিখোঁজ বিমান MH 370 র খোঁজে ১০টি উপগ্রহকে কাজে লাগাল চিন। উন্নত প্রযুক্তির ক্যামেরার মাধ্যমে উপগ্রহগুলি আরও স্পষ্ট ছবি তুলতে সাহায্য করবে।

Updated By: Mar 11, 2014, 10:58 AM IST

মালয়েশিয়ার নিখোঁজ বিমান MH 370 র খোঁজে ১০টি উপগ্রহকে কাজে লাগাল চিন। উন্নত প্রযুক্তির ক্যামেরার মাধ্যমে উপগ্রহগুলি আরও স্পষ্ট ছবি তুলতে সাহায্য করবে।

ইতিমধ্যেই এই তল্লাসিতে অংশ নিয়েছে১০ টি দেশের মোট ৩৪টি যুদ্ধবিমান এবং ৩৪টি জাহাজ। ভিয়েতনামে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ এবং জ্বালানি ছড়িয়ে পড়ার খবর মিথ্যে প্রমাণিত হয়েছে। কোনও তথ্য না মিললেও এখনও নাশকতার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিচ্ছে না মালয়েশিয়া প্রশাসন। বিমান ছিনতাইয়ের সম্ভাবনাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

অন্যদিকে বিমানে ভুয়ো পাসপোর্ট নিয়ে ওঠা দুই যাত্রীর মধ্যে একজনের পরিচয় জানতে পেরেছে বলে দাবি করেছে মালয়েশিয়া সরকার। তবে তিনি বিদেশী নাগরিক বলে জানা গেছে। তদন্তে উঠে এসেছে আরও তথ্য। জানা গেছে শেষ মুহূর্তে না ওঠায় পাঁচজন যাত্রীর মালপত্র নামিয়ে আনা হয় বিমান থেকে।

.