সদ্যজাত শিশুদের পাচারকারীদের হাতে তুলে দেওয়ার অপরাধে আমৃত্যু কারাদণ্ড চিনা চিকিত্সকের
সদ্যজাত শিশুদের পাচারকারীদের হাতে তুলে দেওয়ার অপরাধে চিকিত্সককে আমৃত্যু কারাদণ্ড দিল চিনের আদালত। ২০১১ সাল থেকে ২০১৩ সালের মধ্যে ৭টি সদ্যজাত শিশুকে পাচারকারীদের হাতে তুলে দেওয়ার অভিযোগ রয়েছে ৫৫ বছরের জ্যাং সিকজুয়ার বিরুদ্ধে। শিশুগুলিকে সর্বাধিক ২১,৬০০ ইয়ান বা ৩,৬০০ মার্কিন ডলারে বিক্রি করেছেন জ্যাং সিকজুয়া।
সদ্যজাত শিশুদের পাচারকারীদের হাতে তুলে দেওয়ার অপরাধে চিকিত্সককে আমৃত্যু কারাদণ্ড দিল চিনের আদালত। ২০১১ সাল থেকে ২০১৩ সালের মধ্যে ৭টি সদ্যজাত শিশুকে পাচারকারীদের হাতে তুলে দেওয়ার অভিযোগ রয়েছে ৫৫ বছরের জ্যাং সিকজুয়ার বিরুদ্ধে। শিশুগুলিকে সর্বাধিক ২১,৬০০ ইয়ান বা ৩,৬০০ মার্কিন ডলারে বিক্রি করেছেন জ্যাং সিকজুয়া।
চিনের আদালত জ্যাং শিশুগুলির অভিভাবকদের বলতেন শিশুগুলির মধ্যে জন্মগত এমন কিছু ত্রুটি বা রোগ রয়েছে যা কোনওদিন সারবে না। তাঁরা যেন শিশুগুলিকে হাসপাতালেই রেখে যান। তারপর থেকে শিশুগুলিকে পাচারকারীদের হাতে তুলে দিতেন জ্যাং। আদালত জানিয়েছে, যদিও জ্যাং নিজের অপরাধ স্বীকার করেছে তাঁর আচরণ সমাজ ও জীবিকা বিরুদ্ধ। সমাজের চোখে অত্যন্ত ঘৃন্য অপরাধ।
একজন পাচারকারী একটি শিশুকে মৃত ভেবে আবর্জনায় ছুঁড়ে ফেলেছিল। যদিও সেই শিশুটির মৃত্যুর জন্য জ্যাংকে সরাসরি অভিযুক্ত করা যায় না, কিন্তু তাঁকে আংশিক দায়ী করেছে আদালত। সেই শিশুটিকে কখনই খুঁজে পাওয়া যায়নি। বাকি ৬টি শিশুকে উদ্ধার করে অভিভাবকদের হাতে তুলে দিয়েছে পুলিস। গত বছপ অগাস্ট মাসে জ্যাংকে আটক করে পুলিস। তাঁর শুনানি শুরু হয় ডিসেম্বর মাসে।