পাকিস্তানের জাতীয় দিবসের প্যারেডে কি এবার প্রধান অতিথি হচ্ছেন চিনের প্রেসিডেন্ট?

৭ বছর পর নিজেদের জাতীয় দিবসে যৌথ মিলিটারি প্যারেডের আয়োজন করতে চলেছে পাকিস্তান। এই প্যারেডে সম্ভবত প্রধান অতিথি রূপে হাজির থাকবেন চিনের প্রেসিডেন্ট জি জিনপিং।

Updated By: Feb 3, 2015, 12:52 PM IST
 পাকিস্তানের জাতীয় দিবসের প্যারেডে কি এবার প্রধান অতিথি হচ্ছেন চিনের প্রেসিডেন্ট?

ইসলামাবাদ: ৭ বছর পর নিজেদের জাতীয় দিবসে যৌথ মিলিটারি প্যারেডের আয়োজন করতে চলেছে পাকিস্তান। এই প্যারেডে সম্ভবত প্রধান অতিথি রূপে হাজির থাকবেন চিনের প্রেসিডেন্ট জি জিনপিং।

প্রজাতন্ত্র দিবসের প্যারেডে প্রধান অতিথি হিসেবে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার উপস্থিতির কিছুদিন পরেই এই সিদ্ধান্ত নিল ভারতের দু'দিকের দুই প্রতিবেশী দেশ। এমনিতে ওবামার ভারত সফর পাকিস্তান ও চিন উভয়দেশেরই ভ্রু কুঞ্চনের কারণ হয়েছিল।

পাকিস্তানের সশস্ত্র সেনা বাহিনীর তিনটি শাখার যৌথ প্যারেড পাকিস্তানের জাতীয় দিবসের হলমার্ক।

দৈনিক ডন-এ ''এক শীর্ষ স্থানীয় সেনা আধিকারিক'' জানিয়েছেন ''২৩ মার্চ যৌথ মিলিটারি প্যারেডের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।''

কূটনৈতিক সূত্রে খবর, পাক সরকার আশা করছে এই প্যারেডে উপস্থিত থাকবেন জিনপিং।

রাওয়ালপিন্ডির যৌথ কর্মী সদর দফতর এই প্যারেডের আয়োজন করবে। বস্তুত এই সদর দফতর সারা দেশে সেনার তত্ত্বাবধানে নিযুক্ত। যদিও এই প্যারেড কোথায় করা হবে এখনও এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

২০০৮ সালে পারভেজ মুসারফের আমলে শেষ বার পাকিস্তানে যৌথ প্যারেড হয়েছিল। তারপর থেকে নিরাপত্তাজনিত কারণে এই প্যারেডের আয়োজন করা যায়নি।

 

.