৫ দশকের সংগ্রামের রক্তাক্ত স্মৃতিকে ভুলতে, নতুন করে সেজে উঠছে কলম্বিয়া

Updated By: Feb 23, 2017, 09:06 AM IST
৫ দশকের সংগ্রামের রক্তাক্ত স্মৃতিকে ভুলতে, নতুন করে সেজে উঠছে কলম্বিয়া

ওয়েব ডেস্ক: গত বছরের ডিসেম্বরে বামপন্থী বিদ্রোহী সংগঠন FARC-র সঙ্গে ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষর করেন প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়্যাল স্যান্টোস। তার প্রেক্ষিতে ৫২ বছরের গৃহযুদ্ধে দাঁড়ি পড়ে কলম্বিয়ায়। লাগাতার সংঘর্ষে ধ্বংস হয়েছে দেশের বহু শহর। মৃত্যু হয়েছে অসংখ্য মানুষের।(ট্রাম্পের কোপে ৩ লাখ ভারতীয়!

তবে ইতিহাস তো আর থেমে থাকে না। ৫ দশকের সংগ্রামের রক্তাক্ত স্মৃতিকে ভুলতে, নতুন করে সেজে উঠছে কলম্বিয়া। সম্প্রতি FARC-এর শীর্ষ নেতাদের নিয়ে পুতুমায়ো এলাকা পরিদর্শনে যান প্রেসিডেন্ট স্যান্টোস। ঘুরে দেখলেন ত্রাণশিবির। সঙ্গে ছিলেন রাষ্ট্রসংঘের প্রতিনিধিরাও। (হোয়াইট হাউসের চাপে হাফিজকে নিয়ে 'কড়া' পাকিস্তান!)

.