ফাইজারের টিকাকেই জরুরি পরিস্থিতিতে ব্যবহারের বৈধতা দিল 'হু'

সব জায়গার মানুষের কাছেই টিকাটি ঠিক সময়ে পৌঁছে দেওয়া দরকার বলে জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization)।

Updated By: Jan 1, 2021, 06:01 PM IST
ফাইজারের টিকাকেই জরুরি পরিস্থিতিতে ব্যবহারের বৈধতা দিল 'হু'

নিজস্ব প্রতিবেদন: করোনা-পর্বে টিকা আবিষ্কার নিয়ে একটি সুস্থ কিন্তু জরুরি প্রতিযোগিতা বিশ্ব জুড়েই চলেছে। মোটামুটি তিনটি টিকাই বরাবর আলোচনায় থেকেছে। এর মধ্যে থেকেই জরুরি প্রয়োজনে ব্যবহারের নিরিখে 'হু' (বিশ্ব স্বাস্থ্য সংস্থা)-র অনুমোদন প্রথম পেয়ে গেল ফাইজারের টিকা।

ফাইজার-বায়োএনটেকের (BioNTech-Pfizer vaccine) তৈরি করোনা টিকাকেই জরুরিকালীন ব্যবহারের বৈধতা (emergency use validation) দিল 'হু'। বৃহস্পতিবার এ কথা ঘোষণা করল তারা। বিশ্বের বিভিন্ন দেশে টিকাটির বিতরণের উপরেও জোর দিয়েছে 'হু'।

ফাইজারের টিকা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (World Health Organization) এক অফিসার বলেন, 'এটিই প্রথম টিকা যেটি জরুরিকালীন ব্যবহারের অনুমতি পেল। কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে খুবই আশা জাগানো খবর এটি।' তিনি এ-ও জানান, এবার সব জায়গার মানুষের কাছেই টিকাটি ঠিক সময়ে পৌঁছে দেওয়া দরকার।

Also Read: BIG BREAKING: Oxford-AstraZeneca ভ্যাকসিনকে ছাড়পত্র দিল ভারত

.