তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু না হলেও কিন্তু রাশিয়া ডুবিয়ে দিতে পারে UK warship, হুমকি পুতিনের

গত সপ্তাহ থেকেই দুদেশের অভ্যন্তরীণ উত্তেজনা তুঙ্গে।

Updated By: Jul 1, 2021, 09:12 PM IST
 তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু না হলেও কিন্তু রাশিয়া ডুবিয়ে দিতে পারে UK warship, হুমকি পুতিনের

নিজস্ব প্রতিবেদন: মস্কো ইংল্যান্ড পারস্পরিক উত্তাপ তুঙ্গে। রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন  বলেছেন, চাইলে তারা সীমান্ত লঙ্ঘনকারী ব্রিটিশ যুদ্ধজাহাজ ডুবিয়ে দিতে পারত।

রাশিয়ার প্রেসিডেন্ট Vladimir Putin বুধবার বলেন, Russia চাইলে একটি জলসীমা লঙ্ঘনকারী British warship ডুবিয়ে দিতে পারত। এই ঘটনার পিছনে আমেরিকার প্ররোচনাকেও দায়ী করেছেন পুতিন।

আরও পড়ুন: University of Dhaka: শতবর্ষে উপনীত বাঙালির অহঙ্কার ঢাকা বিশ্ববিদ্যালয়

গত সপ্তাহেই Moscow ও London-এর ভেতরকার চাপা দ্বন্দ্ব তুঙ্গে উঠেছিল। রাশিয়া-সংলগ্ন Crimea-র জলরসীমায় ঢুকে পড়ার বিষয়ে ইংল্যান্ড বলেছিল, এটা করার সম্পূর্ণ অধিকার তাদের আছে। রাশিয়া ইংল্যান্ডকে পাল্টা চ্যালেঞ্জ করেছিল।

এর আগেও Black Sea-র জলে ভাসমান British naval vessels বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল রাশিয়া। এবং ইংল্যান্ডকে সাবধানও করে দিয়েছিল। পুতিনের নতুন মন্তব্য সেই আগুনেই ঘৃতাহুতি দিল যেন।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: কানাডায় পারদ ছুঁল ৪৯.৫ ডিগ্রি সেলসিয়াস, বাড়ছে মৃত্যু

.