২ দিনে Co-Win portal-এ রেজিস্ট্রেশন হয়েছে ২.২৮ কোটি

১৮ উর্ধ্বে ভ্যাকসিন নেওয়ার জন্য বুধবার থেকে রেজিস্টার করা যাচ্ছে CoWin অ্যাপে।

Updated By: Apr 30, 2021, 05:10 PM IST
২ দিনে Co-Win portal-এ রেজিস্ট্রেশন হয়েছে  ২.২৮ কোটি

নিজস্ব প্রতিবেদন: স্বাস্থ্য মন্ত্রক থেকে জানান হয়েছে, তৃতীয় ফেজে ভ্যাকসিনেশনের রেজিস্ট্রেশন ২ দিনে ২.২৮ কোটি ছাড়িয়ে গিয়েছে। এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে মন্ত্রক জানিয়েছে, সারা দেশে এই মুহূর্তে মোট ১৫.২১ কোটি ছাড়িয়ে গিয়েছে। ১৮ বছরের ঊর্ধ্বে তৃতীয় পর্বের টিকাদান শুরু হবে ১ মে থেকে।  

প্রসঙ্গত, বিশেষভাবে উল্লেখ্য, চলতি সপ্তাহে এখনও পর্যন্ত প্রতিদিনই কমপক্ষে তিন লক্ষ মানুষ দেশে করোনায় আক্রান্ত হচ্ছেন যা রীতিমতো উদ্বেগ বাড়াচ্ছে। এই অবস্থায় টিকাকরণই একমাত্র হাতিয়ার বলছেন বিশেষজ্ঞরা। টিকাকরণের মাত্রা কম হলেই কোভিডের সংক্রমণ বাড়বে। গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ১৫ কোটি ২২ লক্ষ ৪৫ হাজার ১৭৯ জন। এই অবস্থায় টিকার জোগান দেওয়াও সরকারের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: ১৮ এর উর্ধ্বে টিকাকরণ, শুরু Registration, কীভাবে করবেন? জেনে নিন

 ১৮ উর্ধ্বে ভ্যাকসিন নেওয়ার জন্য বুধবার থেকে রেজিস্টার করা যাচ্ছে CoWin অ্যাপে। কেন্দ্র থেকে জানানো হয়েছিল, ঠিক বিকেল চারটের পরেই লাইভ হয়   CoWinপোর্টাল। কিন্তু চারটে বাজার খানিক পরেই মুখ থুবড়ে পড়ে coWin app। 

Tags:
.