দীর্ঘ ৫৪ বছর পর কিউবায় খুলল মার্কিন দূতাবাস
কিউবায় মার্কিন নিশান। দীর্ঘ ৫৪ বছর পর। হাভানায় ফের খুলল মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস। দীর্ঘ সত্তর বছর কিউবায় পা রাখেননি কোনও মার্কিন বিদেশ সচিব। অবশেষে অর্ধেক শতাব্দী পার করে কিউবা-মার্কিন সম্পর্কের সেই বরফ গলল। শনিবার হাভানার দূতাবাসে মার্কিন পতাকা তুললেন বিদেশ সচিব জন কেরি। ১৯৬১ সালে কিউবায় নামিয়ে ফেলা হয়েছিল মার্কিন পতাকা।
ওয়েব ডেস্ক: কিউবায় মার্কিন নিশান। দীর্ঘ ৫৪ বছর পর। হাভানায় ফের খুলল মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস। দীর্ঘ সত্তর বছর কিউবায় পা রাখেননি কোনও মার্কিন বিদেশ সচিব। অবশেষে অর্ধেক শতাব্দী পার করে কিউবা-মার্কিন সম্পর্কের সেই বরফ গলল। শনিবার হাভানার দূতাবাসে মার্কিন পতাকা তুললেন বিদেশ সচিব জন কেরি। ১৯৬১ সালে কিউবায় নামিয়ে ফেলা হয়েছিল মার্কিন পতাকা।
যারা সেই কাজটা করেছিলেন সেই তিন মেরিন সদস্যই মার্কিন পতাকা নিয়ে হাজির হন হাভানায়। এই প্রতীকী পদক্ষেপ নিঃসন্দেহে দুই দেশের মধ্যে উষ্ণ সম্পর্কের ইঙ্গিত। কিন্তু দুদেশের দীর্ঘ বৈরিতা এতে আদৌ মিটছে কিনা তা নিয়ে জল্পনা থেকেই যাচ্ছে। বিশেষ করে হাভানায় দাঁড়িয়ে কেরি যখন ফের সওয়াল করলেন কিউবায় রাজনৈতিক পরিবর্তনের।