আজ বিশ্ব সাংবাদিক নিগ্রহের থেকে মুক্তির দিন
আজ ২ নভেম্বর। অনেক জন্মদিন, মৃত্যুদিন আনন্দের এবং দুঃখের। এরই মাঝে বিশ্বজুড়ে আজ একটি বিশেষ দিনও বটে।
![আজ বিশ্ব সাংবাদিক নিগ্রহের থেকে মুক্তির দিন আজ বিশ্ব সাংবাদিক নিগ্রহের থেকে মুক্তির দিন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/11/02/44416-ajkerdin2-11-15.jpg)
ওয়েব ডেস্ক: আজ ২ নভেম্বর। অনেক জন্মদিন, মৃত্যুদিন আনন্দের এবং দুঃখের। এরই মাঝে বিশ্বজুড়ে আজ একটি বিশেষ দিনও বটে।
বলতে পারেন আজকের দিনটা সাংবাদিকদের জন্যই উত্সর্গকৃত। রাষ্ট্রসংঘ আজকের দিনকে পালন করে বিশ্ব সাংবাদিক নিগ্রহের থেকে মুক্তির দিন।
রাষ্ট্রসংঘের হিসেব অনুযায়ী গত এক দশকে গোটা বিশ্বে প্রায় হাজার খানেক সাংবাদিককে খুন হতে হয়েছে খবর সংগ্রহ করার ''অপরাধে''!
এরপর ২০১৩-তে যখন মালিতে দুজন ফরাসি সাংবাদিককে খুন হতে হয়, নড়েচড়ে বসে রাষ্ট্রসংঘ। তাদের সদস্য দেশগুলো নিজেদের মধ্যে আলোচনায় বসে এবং শপথ নেয়, অনকে হয়েছে এবার সাংবাদিকদের এই মৃত্যুমিছিল সত্যিই বন্ধ হওয়া দরকার। চাই মুক্তি।