বিদায় কমরেড কাস্ত্রো

চে গেভারা কবিতা লিখেছিলেন ফিদেল কাস্ত্রোকে নিয়ে। লিখেছিলেন, জমাট বাঁধা অন্যায়ের প্রতিশোধ নিতে, আমাদের ললাটে অসংখ্য বিদ্রোহের তারা জ্বলছে। বিদ্রোহী কাস্ত্রো আর নেই। সারা বিশ্ব শোকবার্তায় চে'র সেই কবিতার লাইনই যেন আরেক বার স্মরণ করল।

Updated By: Nov 26, 2016, 11:15 PM IST
বিদায় কমরেড কাস্ত্রো

ওয়েব ডেস্ক: চে গেভারা কবিতা লিখেছিলেন ফিদেল কাস্ত্রোকে নিয়ে। লিখেছিলেন, জমাট বাঁধা অন্যায়ের প্রতিশোধ নিতে, আমাদের ললাটে অসংখ্য বিদ্রোহের তারা জ্বলছে। বিদ্রোহী কাস্ত্রো আর নেই। সারা বিশ্ব শোকবার্তায় চে'র সেই কবিতার লাইনই যেন আরেক বার স্মরণ করল।

আমার নিন্দা করুন, কোনও গুরুত্ব পাবে না। ইতিহাস আমাকে অব্যাহতি দেবে। উনিশশো তিপান্নে বলেছিলেন ফিদেল কাস্ট্রো। তারপর কেটে গেছেবহু দশক। হাভানা সিগার হাতে  সামরিক পোষাকের মানুষটি, যেখানে সবাই সমান, এখন সেখানে। তাঁর স্লোগান ছিল, হয় সাম্যবাদ, নয় মৃত্যু। বে অব পিগসের  লড়াইয়ে মৃত্যুকে হারিয়ে জয় ছিনিয়ে নেওয়া  মানুষটির শেষ বিদায়ে শ্রদ্ধায় অবনত গোটা বিশ্ব। ভাষাহারা কিউবা। শ্রদ্ধা জানিয়েছেন বিশ্বের তাবড় রাষ্ট্র নেতারা। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তাঁর শোকবার্তায় জানিয়েছেন কাস্ত্রো ছিলেন কিউবার বিপ্লবী নেতা, সে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি এবং ভারতে বিশিষ্ট বন্ধু। তাঁর মৃত্যুতে আন্তরিক শোক জ্ঞাপন করছি।

আরও পড়ুন- ফিদেলের জীবনের ১০ ঐতিহাসিক বসন্ত

ট্যুইটারে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্রী মোদী। ফিদেল কাস্ত্রো বিংশ শতাব্দীর অন্যতম আকর্ষণীয় ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে ভারত একজন সত্যিকারের বন্ধু কে হারাল। শোক জানিয়েছেন সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি, ডি রাজা।

কাস্ত্রোর বাবা ছিলেন অভিবাসী স্প্যানিশ, মা কিউবান। মাতৃভূমি কিউবাকে নিয়ে স্বপ্ন তাঁকে কিউবার ইতিহাসের সঙ্গে সমোচ্চারিত করে তুলেছে।

আরও পড়ুন- 'শেষ যুদ্ধ শুরু কমরেড...', কলকাতাতে অর্ধনমিত লাল নিশান

.