Bus Accident: টায়ার ফেটে বাস উড়ে গিয়ে পড়ল খাদে, ভয়ংকর দুর্ঘটনায় নিহত ১৯ যাত্রী, আহত বহু
পুলিস সূত্রে খবর, ৪৩ জন যাত্রী নিয়ে ইমাদ পরিবহনের বাসটি ঢাকার উদ্দেশ্য রওনা হয়। পথে মাদারিপুরে সেটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে ওয়াকিবহাল মহলের দাবি, বাংলাদেশে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ বাস বা অন্যান্য যানবাহনের ঠিকঠাক রক্ষণবেক্ষন না হওয়া
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রবল গতিবেগে ঢাকাগামী বাস রেলিং ভেঙে পড়ল পাশের খাদে। রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ ভয়ংকর ওই দুর্ঘটনায় এখনওপর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৯ জন। আহত ৩০ জনের বেশি। খাদে পড়ে ইমাদ পরিবহনের ওই বাসটি সামনের অংশ চুরমার হয়ে যায়। দুর্ঘটনাটি ঘটে খুলনা-ঢাকা এক্সপ্রেসওয়ের উপরে মাদারিপুরে।
আরও পড়ুন- অটল পেনশন যোজনার টাকা ৫ হাজার থেকে বেড়ে হচ্ছে ১০ হাজার! সিদ্ধান্ত ঘোষণা করল কেন্দ্র
মাদারিপুরের পুলিস সুপার মহম্মদ মাসুদ আলম বলেন, আহতদের স্থানীয় হাসপাতাল ও ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে বাসটির ডানদিকের একটি টায়ার ফেটে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর প্রায় উড়ে গিয়ে পড়ে পাশের খাদে। নিহতদের মদ্যে বেশ কয়েকজন মহিলা রয়েছেন। তবে বাকীদের সনাক্ত করার চেষ্টা করছে পুলিস।
মাদারিপুরের দমকলের ডেপুটি অ্যাসিসট্যান্ট ডিরেক্টর সিপলু আহমেদ জানিয়েছেন, চাকা ফেটেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে কাজ করছে দমকলের ৩টি ইউনিট।
পুলিস সূত্রে খবর, ৪৩ জন যাত্রী নিয়ে ইমাদ পরিবহনের বাসটি ঢাকার উদ্দেশ্য রওনা হয়। পথে মাদারিপুরে সেটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে ওয়াকিবহাল মহলের দাবি, বাংলাদেশে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ বাস বা অন্যান্য যানবাহনের ঠিকঠাক রক্ষণবেক্ষন না হওয়া।
স্থানীয়দের দাবি, এক্সপ্রেসওয়েতে এমন দুর্ঘটনা আগে হয়নি। সকালে ফাঁকা রাস্তা পেয়ে বাসটি সম্ভবত প্রবল গতিবেগে ছুটছিল। পদ্মসেতুর আগে কুতুবপুর এলাকায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।