Sri Lanka Crisis: সংকটকালে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদে বর্ষীয়ান দীনেশ গুণবর্ধেনা

মন্ত্রিসভার বাকি সদস্যরা শুক্রবার পরে শপথ নেবেন বলে মনে করা হচ্ছে। অর্থনৈতিক অব্যবস্থা এবং রাশিয়ার ইউক্রেন আক্রমণের পরবর্তী সময়ে তৈরি হওয়া অর্থনৈতিক সংকট গণবিক্ষোভের জন্ম দেয় শ্রীলঙ্কায়। এই বিক্ষোভের চাপেই শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালাতে বাধ্য হন প্রাক্তন রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপক্ষে।

Updated By: Jul 22, 2022, 06:06 PM IST
Sri Lanka Crisis: সংকটকালে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদে বর্ষীয়ান দীনেশ গুণবর্ধেনা
ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শ্রীলঙ্কার প্রবীণ নেতা দীনেশ গুনবর্ধেনা শুক্রবার দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এর ঠিক একদিন আগেই দেশের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন রনিল বিক্রমসিংহে।

এর আগেই নিরাপত্তা বাহিনী কলম্বোর প্রধান শহরের সরকারি মাঠে একটি প্রতিবাদ শিবিরে অভিযান চালায়। ঘতনাস্থল থেকে নয়জনকে গ্রেফতার করে তারা। বিক্ষভকারীদের গ্রেফতাররের মধ্য দিয়ে নতুন সরকারের দমন নীতি প্রকাশ পেয়েছে বলে মনে করা হচ্ছে।

নতুন রাষ্ট্রপতি বিক্রমাসিংহের উপস্থিতিতে শপথ নেন পডুজানা পেরামুনা পার্টির প্রাক্তন মন্ত্রী গুনবর্ধেনা। তাঁর শপথে উপস্থিত ছিলেন অন্যান্যস সাংসদ এবং সামরিক অফিসাররা।

আরও পড়ুন: Sri Lanka: নিরাপত্তা বাহিনীর হাতে আক্রান্ত বিক্ষোভকারীরা, কঠোর পদক্ষেপের ঘোষণা বিক্রমসিংহের

মন্ত্রিসভার বাকি সদস্যরা শুক্রবার পরে শপথ নেবেন বলে মনে করা হচ্ছে। অর্থনৈতিক অব্যবস্থা এবং রাশিয়ার ইউক্রেন আক্রমণের পরবর্তী সময়ে তৈরি হওয়া অর্থনৈতিক সংকট গণবিক্ষোভের জন্ম দেয় শ্রীলঙ্কায়। এই বিক্ষোভের চাপেই শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালাতে বাধ্য হন প্রাক্তন রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপক্ষে।

অন্যদিকে রাষ্ট্রপতি হওয়ার পরেই দেশে এমারজেন্সি ঘোষণা করেন রনিল বিক্রমসিংহে। একইসঙ্গে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের কাছ থেকে সংকট কাটিয়ে ওঠার জন্য টাকাও চেয়েছেন তিনি।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.