বিড়ালের মৃত্যু, পাকিস্তানি ডাক্তারের বিরুদ্ধে ২.৫ কোটির মামলা মনিবের

ক্লিনিকে ভর্তি ছিল ২ মাসের বিড়াল ছানা। তার আকস্মিক মৃত্যুতে মনিব আড়াই কোটির মামলা দায়ের করল পাকিস্তানের চিকিৎসকের বিরুদ্ধে। টাকা না দিলে জেল, পাকিস্তানি চিকিৎসককে জেল খাটানোর হুমকি দিয়েছেন বিড়াল ছানার মালিক। আরও পড়ুন- HIV লুকিয়ে ১০৪ জনের সঙ্গে সেক্স, অথচ অভিযোগ করছে না কেউই

Updated By: Nov 25, 2016, 11:14 AM IST
বিড়ালের মৃত্যু, পাকিস্তানি ডাক্তারের বিরুদ্ধে ২.৫ কোটির মামলা মনিবের

ওয়েব ডেস্ক: ক্লিনিকে ভর্তি ছিল ২ মাসের বিড়াল ছানা। তার আকস্মিক মৃত্যুতে মনিব আড়াই কোটির মামলা দায়ের করল পাকিস্তানের চিকিৎসকের বিরুদ্ধে। টাকা না দিলে জেল, পাকিস্তানি চিকিৎসককে জেল খাটানোর হুমকি দিয়েছেন বিড়াল ছানার মালিক। আরও পড়ুন- HIV লুকিয়ে ১০৪ জনের সঙ্গে সেক্স, অথচ অভিযোগ করছে না কেউই

 

পাকিস্তানের ইসলামাবাদে ডঃ ফয়জাল খানের ক্লিনিকে নিজের অসুস্থ পোষ্যকে ভর্তি করিয়েছিলেন পেশায় আইনজীবী এক ব্যক্তি। প্রায়ই ওই ক্লিনিকে বিড়াল ছানার চেক-আপ করাতেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে ওই ক্লিনিকেই বিড়াল ছানাকে ভর্তি করিয়ে দেন মনিব। যেদিন বিড়াল ছানার বাড়ি ফেরার কথা সেদিনই তার হঠাৎ মৃত্যু। এরপরই চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করেন বিড়ালের মনিব। আদালতে তিনি জমা দিয়েছেন বিড়াল ছানার ময়নাতদন্তের রিপোর্টও। আদালতের পক্ষ থেকে ডাক্তারের জবাব তলব করা হয়েছে।  আরও পড়ুন- অন্য মহিলার সঙ্গে চ্যাট? স্বামীর সঙ্গে এটাই করলেন স্ত্রী

.