নতুন ৫০০ ও ২০০০ নোট 'বেআইনি', ব্যবহার 'নিষিদ্ধ' এখানে

টাকার কালোবাজারি ধরতে পুরনো  ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে দিয়েছে কেন্দ্র। বদলে এনেছে নতুন ৫০০ ও ২০০০-এর নোট। কিন্তু এখানে সেই নোটের ব্যবহার নিষিদ্ধ। কারণ এই নতুন নোটগুলি নাকি 'বেআইনি'। আর তাই নতুন ৫০০, ২০০০ নোটের ব্যবহার 'নিষিদ্ধ' এখানে। এমনটাই ঘটেছে নেপালে।

Updated By: Nov 25, 2016, 11:04 AM IST
নতুন ৫০০ ও ২০০০ নোট 'বেআইনি', ব্যবহার 'নিষিদ্ধ' এখানে

ওয়েব ডেস্ক : টাকার কালোবাজারি ধরতে পুরনো  ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে দিয়েছে কেন্দ্র। বদলে এনেছে নতুন ৫০০ ও ২০০০-এর নোট। কিন্তু এখানে সেই নোটের ব্যবহার নিষিদ্ধ। কারণ এই নতুন নোটগুলি নাকি 'বেআইনি'। আর তাই নতুন ৫০০, ২০০০ নোটের ব্যবহার 'নিষিদ্ধ' এখানে। এমনটাই ঘটেছে নেপালে।

নেপালের সেন্ট্রাল ব্যাঙ্ক কাল এক বিবৃতিতে জানিয়েছে, দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে সমস্যা তৈরি করেছে পুরনো ও বাতিল ৫০০, ১০০০-এর নোট। অচল সেই নোটগুলির ভবিষ্যত কী, এখনও সেই সম্বন্ধে পরিষ্কার করে কিছু জানানো হয়নি। আর তাই এই মুহূর্তে নেপালে নতুন ভারতীয় ৫০০ ও ২০০০ নোটের ব্যবহারও নিষিদ্ধ। ভারত সরকারের তরফে পরবর্তী পদক্ষেপ নির্দিষ্ট করে কিছু জানানো না পর্যন্ত,  কোনওভাবেই তাই পুরনো নোট বদলে নতুন নোট নেওয়া যাবে না।

FEMA আইন অনুযায়ী, এই মুহূর্তে ভারত কোনও নেপালি নাগরিককে সর্বাধিক ২৫,০০০ টাকা নিজের কাছে রাখার অনুমতি দেয়।

এটা জানেন, জানেন কোন কোন দেশে ৫০ হাজারের নোট চলে?

.