করোনাটিকা নিতে হলে ছাড়তে হবে মদ! বিমর্ষ সুরারসিকেরা
অন্তত দু'মাস দূরে থাকতে হবে মদ থেকে
নিজস্ব প্রতিবেদন: করোনার হাত থেকে বাঁচতে চান? তা হলে মদ ছোঁবেন না!
না, এমন নয় যে, মদ না ছুঁলেই করোনা থেকে নিরাপদ থাকবেন আপনি। বিষয়টা হল, যদি করোনার ভ্যাকসিন নিয়ে নিজেকে করোনাভাইরাসের থাবা থেকে সুরক্ষিত রাখতে চান, তবে পান করা চলবে না মদ। এমনই জানিয়ে দিয়েছে 'স্পুটনিক-ভি' আমদানি করা রাশিয়ার মেডিক্যাল অফিশিয়াল।
যিনি রাশিয়ার উদ্ভাবিত এই 'স্পুটনিক-ভি' করোনাটিকাটি নেবেন তাঁকে অন্ততপক্ষে দু'মাস মদ থেকে দূরে থাকতে হবে। এমনই জানিয়েছেন রাশিয়ার এক স্বাস্থ্যকর্তা। রাশিয়ার কনজিউমার হেল্থের প্রধান আন্না পপোভা একটি রেডিয়ো স্টেশনে জানিয়েছেন, স্পুটনিক-ভি'র প্রথম দু'টি ডোজ নেওয়ার আগে গ্রাহককে অন্তপক্ষে দু'সপ্তাহ মদ থেকে দূরে থাকতে হবে। এবং টিকা নেওয়ার পরে আরও চল্লিশদিন তাঁকে মদ্যপান থেকে বিরত থাকতে হবে।
এসব শুনে এর মধ্যেই অধিকাংশ রাশিয়াবাসী হতাশ হয়ে পড়েছেন। সামনেই নিউ ইয়ার। সেই ফেস্টিভ সিজনে কী ভাবে তাঁরা মদ থেকে দূরে থাকবেন, এ নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় তাঁরা।
টিকা গ্রহণ-পর্বে মদ খেলে কী হবে?
পপোভা জানাচ্ছেন, মদ ওই সময়ে শরীরের ইমিউনিটি পাওয়ারকে কমিয়ে দেবে। ফলে কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়ার জন্য শারীরিক অবস্থা যেমন থাকা কাম্য, তা থাকবে না।
তবে এর বিরুদ্ধমতও বাজারে ঘুরছে। বলা হচ্ছে, এক পাত্তর শ্যাম্পেন মোটেই শরীরের ইমিউনিটি পাওয়ার কমবে না।
also read: ডুডলের মাধ্যমে নোবেলজয়ী কৃষ্ণাঙ্গ অর্থনীতিবিদকে সম্মান জানাল গুগল