চালক বিহীন গাড়ি ব্রিটেনের রাস্তায় চলতে প্রস্তুত
আর দরকার নেই চালকের। এবার ড্রাইভার ছাড়াই চলবে গাড়ি। ইংল্যান্ডের ৪টি স্থান চালকবিহীন গাড়ির টেস্ট ড্রাইভের জন্য প্রস্তুত।
ওয়েব ডেস্ক: আর দরকার নেই চালকের। এবার ড্রাইভার ছাড়াই চলবে গাড়ি। ইংল্যান্ডের ৪টি স্থান চালকবিহীন গাড়ির টেস্ট ড্রাইভের জন্য প্রস্তুত।
গ্রিনউইচ, ব্রিস্টল, কভেন্ট্রি ও মিলটন কেয়নেস-এ হবে এই টেস্ট ড্রাইভ। এই টেস্ট ড্রাইভের জন্য মোট ১৯ মিলিয়ন পাউন্ড খরচ হচ্ছে।
এই চালকবিহীন গাড়ি রাস্তার সুরক্ষা ও ভিড় কমাতে সক্ষম হয় কিনা সেটাই এখন দেখার বিষয়।
জনগনের প্রতিক্রিয়ার দিকেও লক্ষ্য রাখা হচ্ছে।
এই চালক বিহীন গাড়িতে কম্পুউটারে যে অঞ্চল দিয়ে গাড়িটি যাভে তার একটি ত্রিমাত্রিক কাল্পনিক মডেল দেখা যাবে। যাতে বোঝা যাবে সাধারণ মানুষ এই গাড়ি দেখে কী প্রতিক্রিয়া দেখাচ্ছেন।