ডিজেল গাড়ি নিষিদ্ধ হচ্ছে ফ্রান্সে

ফ্রান্সে নিষিদ্ধ হচ্ছে ডিজেলচালিত গাড়ি। আইফেল টাওয়ারের দেশে ৮০ শতাংশ গাড়িই চলে ডিজেলে। কিন্তু পরিবেশ সংক্রান্ত কারণে এই ধরনের সমস্ত গাড়ি বাতিল হয়ে যাবে। আগামী বছর থেকেই এই নিয়ম কার্যকর হবে। ডিজেলের বদলে ইলেকট্রিকে গাড়ি চালাল ১০ হাজার ইউরো বোনাস দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।

Updated By: Dec 4, 2014, 03:14 PM IST
ডিজেল গাড়ি নিষিদ্ধ হচ্ছে ফ্রান্সে

ওয়েব ডেস্ক: ফ্রান্সে নিষিদ্ধ হচ্ছে ডিজেলচালিত গাড়ি। আইফেল টাওয়ারের দেশে ৮০ শতাংশ গাড়িই চলে ডিজেলে। কিন্তু পরিবেশ সংক্রান্ত কারণে এই ধরনের সমস্ত গাড়ি বাতিল হয়ে যাবে। আগামী বছর থেকেই এই নিয়ম কার্যকর হবে। ডিজেলের বদলে ইলেকট্রিকে গাড়ি চালাল ১০ হাজার ইউরো বোনাস দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।

পরিবেশ রক্ষার খাতিরে ফরাসি সরকার গাড়িতে এমন এক ধরনের পদ্ধতি আনতে চলেছে যা গাড়ি কতটা পরিবেশকে দূষিত করেছে তা মাপা যাবে। এরপর সেই অনুযায়ী কর ধার্য হবে। ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি দূষিত শহরের তালিকায় ফ্রান্সের প্যারিসের নাম উপরের দিকে আছে। আর তাই ডিজেল গাড়ি নিষিদ্ধ করার মাধ্যমে ফরাসি সরকার নড়েচড়ে বসার ইঙ্গিত দিল।

.