Abu Dhabi Attack: বিস্ফোরণে কেঁপে উঠল আবু ধাবি বিমানবন্দর সন্নিহিত এলাকা, নিহত ২ ভারতীয়-সহ ৩

ওই হামলার দায় স্বীকার করেছে ইরানের মদতপুষ্ট ইয়েমেনের জঙ্গি গোষ্ঠী হুথি(Houthi)

Updated By: Jan 17, 2022, 05:54 PM IST
Abu Dhabi Attack: বিস্ফোরণে কেঁপে উঠল আবু ধাবি বিমানবন্দর সন্নিহিত এলাকা, নিহত ২ ভারতীয়-সহ ৩

নিজস্ব প্রতিবেদন: প্রবল বিস্ফোরণ কেঁপে উঠল সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবি বিমানবন্দর সংলগ্ন এলাকা। আগুন লেগে গেল ৩টি তেলের ট্য়াঙ্কারে। সম্ভবত ড্রোনের সাহায্যেই ওই হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুথি জঙ্গিরা।

ওই হামলায় এখনওপর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এদের মধ্যে ২ ভারতীয় এবং একজন পাকিস্তানি। হামলায় আহত হয়েছেন কমপক্ষে ৬ জন। সংযুক্ত আরব আমিরশাহিতে নিযুক্ত ভারতীয় দূত ওই ২ ভারতীয় নিহত হওয়ার কথা সংবাদমাধ্যমে স্বীকার করেছেন।

আবু ধাবি পুলিস সূত্রে খবর, হামলায় বিমানবন্দরের(Abu Dhabi International Airport) কাছে মুসাফা ইন্ডাস্ট্রিয়াল এলাকায়। সেখানেই ছিল তেল উত্পাদন সংস্থা ADNOC-র গোডাউন। বিস্ফোরণের চোটে বিমানবন্দরে কাছ ঘেঁসে থাকা একটি কনস্ট্রাকশন সাইটে আগুন লেগে যায়।

এদিকে, ওই হামলার দায় স্বীকার করেছে ইরানের মদতপুষ্ট ইয়েমেনের জঙ্গি গোষ্ঠী হুথি(Houthi)। সংগঠনের মুখপাত্র ইয়াহিয়া সারেই এক বিবৃতিতেত জানিয়েছে, সংযুক্ত আরব আমিরশাহিতে(UAE) ঢুকে হামলা চালিয়েছে হুথি। তবে এর বেশি কিছু বলতে চায়নি জঙ্গি নেতা।

আরও পড়ুন-লটারির টিকিট কেটে ১ কোটি পেলেন অনুব্রত মণ্ডল!

সংযুক্ত আরব আমিরশাহি পুলিসের দাবি, বিস্ফোরণ করার জন্য ব্যববার করা হয়েছে ড্রোন(Drone Attack)। তাতেই উড়ে যায় তিনটি অয়েল ট্য়াঙ্কার। পাশাপাশি বিমানবন্দরের পাশের একটি জায়গায় আগুন লেগে যায়।

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে ইয়েমেনের(Yemen) সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে সংযুক্ত আরব আমিরশাহি। সাম্প্রতিকালে হুথিদের বিরুদ্ধে যে অভিযান চালানো হয়েছে তাতে সৌদি নেতৃত্বধীন জোটে রয়েছে আমিরশাহি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.