ভারতের সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করল বাংলাদেশ

মোটামুটি ১৪ দিনের জন্য বলবৎ থাকবে।

Updated By: Apr 25, 2021, 07:29 PM IST
ভারতের সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদন: ভারতের সঙ্গে আগামিকাল সোমবার থেকে স্থলপথে সমস্ত যোগাযোগ বন্ধ করার কথা ঘোষণা করল বাংলাদেশ। 

ভারতে করোনা-পরিস্থিতি (covid) ক্রমশই খারাপ হচ্ছে। এই নিয়ে আন্তর্জাতিক দুনিয়ায় অনেকেই নিজেদের উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশও (bangladesh) করেছে। এবার বাংলাদেশ সরকার সড়ক যোগাযোগ (roads) সাময়িক বন্ধের কথা ঘোষণা করল। যা মোটামুটি ১৪ দিনের জন্য বলবৎ থাকবে।  এর আগেই ভারতের সঙ্গে আকাশপথে (airways) চলাচল বন্ধ করেছে তারা। তারা জানিয়েছে, ভারতে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় বাংলাদেশ সরকার এই পদক্ষেপ করল।

আরও পড়ুন: আর্মেনিয়ার হত্যাকাণ্ডকে অবশেষে গণহত্যার স্বীকৃতি বাইডেনের

বাংলাদেশের তরফে জানা গিয়েছে, ভারতে (india) করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত। এই ১৪ দিন দুদেশের তরফে যাত্রীদের যাতায়াত বন্ধ থাকলেও পণ্যবাহী যান চলবে।   

ভারতে গত তিন দিনে প্রায় ১০ লাখ মানুষের করোনা সংক্রমিত হয়েছেন। শনিবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন প্রায় ৪ লাখ। ভারতের রাজধানী দিল্লির হাসপাতালগুলিতে কোভিড রোগীদের অক্সিজেন সরবরাহে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে।

অন্য দিকে, মার্চের শেষ থেকে বাংলাদেশেও (Bangladesh) করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছিল।

আরও পড়ুন: এবার করোনা-আক্রান্ত এভারেস্টও! বিষণ্ণ পর্বতারোহীরা

.