ভূমিকম্প নয় এবার ধুলো ঝড়, তাতেই বিপর্যয় কাঠমান্ডুতে!

হঠাত্‌ই ধুলোর ঝড় ধেয়ে এল কাঠমান্ডুতে। হঠাত্‌ এরকম প্রাকৃতিক বিপর্যয়ে ভয় পেয়ে যান কাঠমান্ডুর বাসিন্দারা। মাত্র ১৫ মিনিটের এই ধুলোর ঝড়েই এলোমেলো হয়ে যায় ওখানকার জনজীবন। ৭১ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড় এসেছিল।

Updated By: Mar 28, 2016, 08:54 PM IST
ভূমিকম্প নয় এবার ধুলো ঝড়, তাতেই বিপর্যয় কাঠমান্ডুতে!

ওয়েব ডেস্ক: হঠাত্‌ই ধুলোর ঝড় ধেয়ে এল কাঠমান্ডুতে। হঠাত্‌ এরকম প্রাকৃতিক বিপর্যয়ে ভয় পেয়ে যান কাঠমান্ডুর বাসিন্দারা। মাত্র ১৫ মিনিটের এই ধুলোর ঝড়েই এলোমেলো হয়ে যায় ওখানকার জনজীবন। ৭১ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড় এসেছিল।

কাঠমান্ডুতে হঠাত্‌ অস্বাভাবিক ধুলোর ঝড়ে আহত হয়েছেন ডজন খানেক মানুষ। শুধু তাই নয়, বন্ধ করে দেওয়া হয় বিমান চলাচলও। আন্তর্জাতিক বিমানগুলিকে আর ল্যান্ড করানো হচ্ছে না।

আজ দুপুরে হঠাত্‌ই কালো ধুলোর ঝড়ে আকাশ কালো হয়ে যায় কাঠমান্ডুর। বিপদের সম্ভাবনা দেখে আতঙ্কিত হয়ে যান এলাকার বাসিন্দা। প্রচুর মানুষ ঝড়ের কারণে রাস্তাতেই আটকে পড়েন। পুলিসের পক্ষ থেকে জানা গিয়েছে, কোটেশ্বর এবং আরও অনেক এলাকা থেকে অনেক মানুষ আহতও হয়েছেন।

.