নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘণের জন্য সন্ত্রাসীদের ১ কোটি টাকা করে দেয় পাকিস্তান, বললেন এই পাক নেতা (দেখুন ভিডিও)

পাকিস্তান নাকি প্রত্যেক সন্ত্রাসীকে ১ কোটি টাকা করে দেয় নিয়ন্ত্রণ রেখা টপকানোর জন্য, এমনটাই দাবি করলেন সর্দার রাইস ইনক্লাবি। পাক অধিকৃত কাশ্মীরের জম্মু-কাশ্মীর অঞ্চলের আমান ফোরামের প্রথম সারির নেতা হলেন এই সর্দার রাইস ইনক্লাবি। সংবাদ সংস্থা এএনআই-এর প্রকাশিত একটি ভিডিওতে এমন দাবিই উঠে আসছে।

Updated By: Dec 12, 2016, 11:53 AM IST
নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘণের জন্য সন্ত্রাসীদের ১ কোটি টাকা করে দেয় পাকিস্তান, বললেন এই পাক নেতা (দেখুন ভিডিও)

ওয়েব ডেস্ক: পাকিস্তান নাকি প্রত্যেক সন্ত্রাসীকে ১ কোটি টাকা করে দেয় নিয়ন্ত্রণ রেখা টপকানোর জন্য, এমনটাই দাবি করলেন সর্দার রাইস ইনক্লাবি। পাক অধিকৃত কাশ্মীরের জম্মু-কাশ্মীর অঞ্চলের আমান ফোরামের প্রথম সারির নেতা হলেন এই সর্দার রাইস ইনক্লাবি। সংবাদ সংস্থা এএনআই-এর প্রকাশিত একটি ভিডিওতে এমন দাবিই উঠে আসছে।

আরও পড়ুন- ভারতে নোট বাতিলের ফলে 'ডিনার করতে পারছে না' রাশিয়া

ভিডিওতে দেখা যাচ্ছে, একটা ছোটখাটো জন সমাবেশে দাড়িয়ে এই কথা বলছেন ইনক্লাবি। এত দিন ধরে বারবার ভারত পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যক্ষভাবে সন্ত্রাসে মদত দেওয়ার যে অভিযোগ তুলছিল তা আবারও প্রমাণ হয়ে গেল গোটা দুনিয়ার কাছে। খুব স্বাভাবিকভাবেই এবিষয়ে কোনও মন্তব্য করেনি পাক সরকার। ঠিক কী কী বললেন এই পাক নেতা দেখে নিন নিচের ভিডিওটিতে ক্লিক করে-

 

আরও পড়ুন- প্রতিরক্ষা ক্ষেত্রে 'ম্যাড ডগে'ই ভরসা রাখলেন ট্রাম্প

.