ভূমিকম্পে ভারী ক্ষয়ক্ষতি হল ইতালিতে

সত্যিই প্রাকৃতিক দূর্যোগ যে বিশ্বের নানা প্রান্তে নিমেষে কত মানুষকে মেরে ফেলে, তার ইয়ত্তা নেই। আর এই প্রাকৃতিক দূর্যোগগুলোর মধ্যে সবথেকে বেশি ভয়াবহ বোধহয় ভূমিকম্পই। এবার সেই ভূমিকম্পে ভারী ক্ষয়ক্ষতি হল ইতালিতে। রবিবার দেশজুড়ে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ছয় দশমিক ছয়। হতাহতের খবর নেই। কিন্তু, বেশ কয়েকটি ঐতিহাসিক অট্টালিকা মাটিতে মিশেছে।

Updated By: Oct 31, 2016, 05:16 PM IST
ভূমিকম্পে ভারী ক্ষয়ক্ষতি হল ইতালিতে

ওয়েব ডেস্ক: সত্যিই প্রাকৃতিক দূর্যোগ যে বিশ্বের নানা প্রান্তে নিমেষে কত মানুষকে মেরে ফেলে, তার ইয়ত্তা নেই। আর এই প্রাকৃতিক দূর্যোগগুলোর মধ্যে সবথেকে বেশি ভয়াবহ বোধহয় ভূমিকম্পই। এবার সেই ভূমিকম্পে ভারী ক্ষয়ক্ষতি হল ইতালিতে। রবিবার দেশজুড়ে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ছয় দশমিক ছয়। হতাহতের খবর নেই। কিন্তু, বেশ কয়েকটি ঐতিহাসিক অট্টালিকা মাটিতে মিশেছে।

আরও পড়ুন ভারত বনাম ইংল্যান্ডের পূর্ণাঙ্গ ক্রিকেট সূচি নিজের কাছে রেখে দিন

নর্সিয়াতে চোদ্দ শতকের সেন্ট  বেনেডিক্ট ক্যাথিড্রাল ধুলোয় মিশেছে। শুধু ক্যাথিড্রাল নয়, গোটা নর্সিয়া সিটিই ধূলিস্যাত। অস্ট্রিয়ার সালজবার্গেও কম্পন অনুভূত হয়েছে। গতবছরের অগাস্টেই ভূমিকম্প হয়েছিল ইতালিতে। কেড়ে নিয়েছিল তিনশোটি প্রাণ।

আরও পড়ুন  এই বিষয়ে ইংরেজদের থেকে অনেক পিছনে ভারতীয়রা

.