Earthquake: ভূমিকম্পের পর আঁধার নামল জাপানে, জারি সুনামি সতর্কতা
ভূমিকম্পের উৎসস্থল (epicentre) ছিল রাজধানী টোকিও-র কাছেই।
নিজস্ব প্রতিবেদন: রিখটাল স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.১! প্রবল ভূমিকম্পের পর সুনামি সতর্কতা (Tsunami Alert) জারি করা হল জাপানে (Japan)। আশঙ্কা, সমুদ্র সৈকতে আছড়ে পড়তে পারে ১ মিটার উঁচু ঢেউ! ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রে কোনও ক্ষতি হয়েছে, খতিয়ে দেখা হচ্ছে।
ঘড়িতে তখন ৮টা। এদিন রাতেই আচমকাই ভূমিকম্প হয় রাজধানী টোকিও-সহ জাপানে বিস্তীর্ণ এলাকায়। স্রেফ একবার নয়, পরপর বেশ কয়েকবার কম্পন অনুভূত হয়। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনও খবর মেলেনি।
An earthquake of magnitude 7.1 occurred 297km Northeast of Tokyo, Japan, at around 8.06 pm today, as per National Center for Seismology.
— ANI (@ANI) March 16, 2022
ন্যাশনাল সেন্টার অফ সেসমোলজির তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎসস্থল (epicentre) ছিল রাজধানী টোকিও-র কাছেই। এপিসেন্টারের অবস্থান টোকিও থেকে ২৯৭ কিমি উত্তর-পূর্বে, ভূ-পৃষ্ঠ থেকে ৮১ কিমি গভীরে। ইতিমধ্যেই বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ২০ লক্ষ বাড়িতে। সুনামির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: Russia-Ukraine War: রাশিয়াকে কি চ্যালেঞ্জ ছুঁড়ে দিল NATO? না হলে হঠাৎ সামরিক মহড়া কেন?