আফ্রিকা ছাড়িয়ে ইউরোপ, এশিয়ায় ছড়িয়ে পড়ছে ইবোলা, সতর্কতা জারি করল হু

Updated By: Jul 31, 2014, 09:03 PM IST
আফ্রিকা ছাড়িয়ে ইউরোপ, এশিয়ায় ছড়িয়ে পড়ছে ইবোলা, সতর্কতা জারি করল হু

আফ্রিকা মহাদেশ থেকে ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়ছে অন্যান্য মহাদেশেও। ইউরোপ ও এশিয়ার দেশগুলিতে ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় সতর্কতা জারি করেছে একটি মেডিক্যাল স্বেচ্ছাসেবী সংস্থা।

চিকিত্‍সকরা জানাচ্ছেন গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওনে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে ইবোলা ভাইরাস। রোগ ছড়ালে এরমধ্যেই মোকাবিলার সবরকম ব্যবস্থা প্রস্তুত রাখছে হংকং। ইউরোপিয়ান ইউনিয়ন জানিয়েছে তারাও রোগ মোকাবিলায় প্রস্তুত।

ইবোলায় আক্রান্ত হলে মাত্র কয়েকদিনের মধ্যে মৃত্যু হতে পারে আক্রান্তের। গভীর জ্বর, পেশির যন্ত্রনা, বমি, ডাইরিয়া এমনকী কিছু কিছু ক্ষেত্রে অঙ্গ বিকলও হতে পারে এই রোগের ফলে। মার্চ থেকে জুলাই পর্যন্ত ইবোলায় অক্রান্ত হয়ে পশ্চিম আফ্রিকায় ১২০১ জন ইবোলায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। তার মধ্যে ৬৭২ জনের মৃত্যু হয়েছে। আইসিএও সেক্রেটারি জেনারেল রেমন্ড বেঞ্জামিন জানালেন, এই প্রথমবার ইবোলা আফ্রিকার গন্ডি পেরিয়ে বিশ্বের অন্যান্য প্রান্তে ছড়িয়ে পড়ছে।

 

.