সাংবাদিক গ্রেফতারের ঘটনায় বেলারুশের উপর বিমান নিষেধাজ্ঞা জারি

 প্রতিবাদী সাংবাদিককে গ্রেফতার করতে যাত্রীবাহী একটি বিমান অপহরণের অভিযোগে পূর্ব ইউরোপের দেশ বেলারুশের উপর বিমান নিষেধাজ্ঞা জারি করল ইউরোপীয় ইউনিয়ন। এমনকী, ইউরোপের আকাশে বেলারুশিয়ান এয়ারলাইন্স-এর বিমান চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে।

Updated By: May 26, 2021, 02:15 PM IST
সাংবাদিক গ্রেফতারের ঘটনায় বেলারুশের উপর বিমান নিষেধাজ্ঞা জারি

নিজস্ব প্রতিবেদন: প্রতিবাদী সাংবাদিককে গ্রেফতার করতে যাত্রীবাহী একটি বিমান অপহরণের অভিযোগে পূর্ব ইউরোপের দেশ বেলারুশের উপর বিমান নিষেধাজ্ঞা জারি করল ইউরোপীয় ইউনিয়ন। এমনকী, ইউরোপের আকাশে বেলারুশিয়ান এয়ারলাইন্স-এর বিমান চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে।

ইউরোপের এই দেশটি একজন সাংবাদিককে গ্রেফতার করতে  একটি বিমানকে তার গতিপথ বদলে মিনস্কের বিমানবন্দরে রবিবার অবতরণ করতে বাধ্য করেছিল বেলারুশ, এমনই অভিযোগ তোলা হয়। 

এই ঘটনার পরই ব্রাসেলসে একটি বৈঠকে ইইউর ২৭টি সদস্য দেশের নেতারা ইউরোপীয় ইউনিয়নের  এয়ারলাইন্সগুলোরও বেলারুশের আকাশ বর্জনের কথা বলেছেন। এছাড়াও অন্যান্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রতিশ্রুতি দিয়েছেন। 

প্রসঙ্গত, গ্রিস থেকে লিথুয়ানিয়াগামী রায়ানএয়ারের একটি বিমানে ছিলেন বেলারুশের সাংবাদিক এবং আন্দোলনকর্মী রোমান প্রোতাসেভিচ। বোমা হামলার হুমকি দিয়ে বিমানটিকে তার গতিপথ পরিবর্তনে বাধ্য করা হয়। যদিও বাকি দেশ বিমান হাইজ্যাকের অভিযোগ তুলেছে বেলারুশের বিরুদ্ধে।

.