পশ্চিম এশিয়ায় আজ খুশির ইদ, চলছে শুভেচ্ছা বিনিময়

পবিত্র রমজান মাসের শেষে আজই ইদ-উল-ফিতর উদযাপন হচ্ছে পশ্চিম এশিয়ায়। বুধবার সন্ধেয় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী সহ পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে ইদের চাঁদ দেখা যাওয়ার কথা সরকারিভাবে ঘোষণা করা হয়।

Updated By: Aug 8, 2013, 09:48 AM IST

পবিত্র রমজান মাসের শেষে আজই ইদ-উল-ফিতর উদযাপন হচ্ছে পশ্চিম এশিয়ায়। বুধবার সন্ধেয় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী সহ পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে ইদের চাঁদ দেখা যাওয়ার কথা সরকারিভাবে ঘোষণা করা হয়।
এবারে সৌদি আরবে রমজান মাস ২৯ দিনে শেষ হয়েছে। চাঁদ দেখার ওপর নির্ভর করে সাধারণত সৌদি আরবের একদিন পরই ইদ পালন হয় ভারত ও বাংলাদেশ সহ পূর্বএশিয়ার দেশ গুলিতে। তবে বৃহস্পতিবারই ইদ পালিত হবে কেরালায়। সেখানে মালাবার এলাকায় বুধবার সন্ধেয় শাওয়ালের চাঁদ দেখা গিয়েছে বলে ঘোষণা করা হয়েছে।

Tags:
.