লেবুতে বিষ দিয়ে ২২টি হাতির হত্যা, দাঁত নিয়ে চম্পট দিল চোরাশিকারিরা

কমলা লেবুর মধ্যে পুরে দেওয়া হয়েছিল মারাত্মক সায়নাইড বিষ। ওই লেবু মুখে দিতেই লুটিয়ে পড়ে ২২টি হাতি।  মহামূল্য দাঁত নিয়ে চম্পট দেয় চোরাশিকারির দল।

Updated By: Oct 27, 2015, 10:45 PM IST

ওয়েব ডেস্ক: কমলা লেবুর মধ্যে পুরে দেওয়া হয়েছিল মারাত্মক সায়নাইড বিষ। ওই লেবু মুখে দিতেই লুটিয়ে পড়ে ২২টি হাতি।  মহামূল্য দাঁত নিয়ে চম্পট দেয় চোরাশিকারির দল।

জিম্বাবোয়ের হোয়ংগে জাতীয় উদ্যানে হাতিমেধ যজ্ঞ চলছেই। সোমবার সকালে রেঞ্জার্সরা পার্কের সিনামাটেল্লা এলাকায় গিয়ে দেখেন, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মৃত হাতির দেহ। বিষের তীব্রতা আর চোরাশিকারির অস্ত্রে ছিন্নভিন্ন হয়ে গেছে শরীরের বহু জায়গা। হোয়ংগে জাতীয় উদ্যানের কর্তারা জানিয়েছেন, সায়নাইডে হাতি মৃত্যুর সংখ্যা এই নিয়ে বাষট্টিতে পৌছল। অক্টোবরের গোড়ায় এই জাতীয় উদ্যানে একসঙ্গে চল্লিশটা হাতিকে সায়নাইড দিয়ে মেরে ফেলেছিল চোরাশিকারিরা। যদিও অনেক সূত্রে দাবি, হাতিমেধের সংখ্যা বাস্তবে অনেক বেশি। শুধু অক্টোবরেই প্রায় আশি। দুহাজার তেরো সালে এই হোয়ংগে জাতীয় উদ্যানেই দুশোর বেশি হাতিকে সায়নাইড দিয়ে মেরে ফেলা হয় শুধুমাত্র দাঁতের লোভে। চোরাশিকারিদের ঠেকাতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর আর ড্রোনের মাধ্যমে নজরদারির ভাবনাচিন্তা করছে জাতীয় উদ্যান কর্তৃপক্ষ।

 

.