ব্যবসা বদল? এবার সুগন্ধি বিক্রি করবেন মাস্ক!
সংস্থার ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে প্রতি বোতল ‘বার্ন্ট হেয়ার’-এর দাম ভারতীয় মুদ্রায় ৮,৪০০ টাকা অর্থাৎ ১০০ ডলার। মাস্ক জানিয়েছেন ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করেও এই পারফিউম কেনা সম্ভব। তিনি আরও বলেন, ‘পারফিউম একটি ওমনিজেন্ডার প্রোডাক্ট।‘
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের নতুন চমক দিলেন এলন মাস্ক। এবার তিনি হলেন পারফিউম ব্যবসায়ী। ট্যুইটারে এই খবর জানিয়ে চমকে দিয়েছেন তিনি। জানা গিয়েছে এলন মাস্ক তাঁর নিজের পারফিউম লাইন শুরু করেছেন। এর নাম দিয়েছেন ‘বার্ন্ট হেয়ার’। তিনি লিখেছেন, ‘আমার মতো নামের একজনের সুগন্ধির ব্যবসায় আসা খুবই স্বাভাবিক – কেন এতদিন আমি নিজেকে আটকে রেখেছিলাম?’
Coming soon from The @BoringCompany pic.twitter.com/cNIbFRRXyt
— Elon Musk (@elonmusk) October 9, 2022
এই খবর জানানোর কিছুক্ষণের মধ্যেই তিনি আরও জানান যে এই পারফিউমের ১০,০০০ বোতল তিনি ইতিমধ্যেই বিক্রি করে ফেলেছেন। মাস্ক লিখেছেন, ‘বার্ন্ট হেয়ারের ১০,০০০ বোতল বিক্রি হয়ে গিয়েছে!‘ পাশাপাশি নিজের ট্যুইটার বায়ো বদলে ফেলেছেন তিনি। সেখানে তিনি লিখেছেন, ‘পারফিউম সেলসম্যান’।
With a name like mine, getting into the fragrance business was inevitable – why did I even fight it for so long!?
— Elon Musk (@elonmusk) October 11, 2022
সংস্থার ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে প্রতি বোতল ‘বার্ন্ট হেয়ার’-এর দাম ভারতীয় মুদ্রায় ৮,৪০০ টাকা অর্থাৎ ১০০ ডলার। অন্যদিকে এই পারফিউমের গন্ধ সম্পর্কে ওয়েবসাইটে লেখা হয়েছে যে এই পারফিউমের গন্ধ অনেকাংশে ‘ বিদ্বেষপূর্ণ ইচ্ছা’-র মতন। সেখানে আরও লেখা হয়েছে যে, ‘অনেকটা খাবার টেবিলে কোনও কঠোর পরিশ্রম ছাড়াই মোমবাতির উপর ঝুঁকে থাকার মতন।‘ এছাড়াও ওয়েবাসাইটে আরও লেখা হয়েছে, ‘ভিরের মধ্যে আলাদা! এয়ারপোর্টে হাঁটার সময় সবাই লক্ষ্য করবে।‘
মাস্ক জানিয়েছেন ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করেও এই পারফিউম কেনা সম্ভব। ট্যুটারে তিনি লেখেন, ‘আপনি ডজ ব্যবহার করেও পেমেন্ট করতে পারেন।‘ তিনি আরও বলেন, ‘পারফিউম একটি ওমনিজেন্ডার প্রোডাক্ট।‘