বেজিংয়ে ভাইস প্রেসিডেন্ট ওয়াং কুইশানের সঙ্গে বৈঠকে জয়শঙ্কর

বিদেশমন্ত্রীর এই চিন সফরের লক্ষ্য হল চিনের প্রেসিডেন্ট শি জিংফিংয়ের ভারত সফরের বিষয়টি নিশ্চিত করা।

Updated By: Aug 12, 2019, 09:23 AM IST
বেজিংয়ে ভাইস প্রেসিডেন্ট ওয়াং কুইশানের সঙ্গে বৈঠকে জয়শঙ্কর
ছবি: এএনআই।

নিজস্ব প্রতিবেদন: তিন দিনের চিন সফরে আজ বেজিং-এ পৌঁছেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ইতিমধ্যেই চিনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং কুইশানের সঙ্গে বৈঠক করেছেন তিনি।

এ বছরের শেষের দিকে ভারত সফরে এসে নরেন্দ্র মোদীর বৈঠক করার কথা চিনা প্রেসিডেন্টের। বিদেশমন্ত্রীর এই চিন সফরের লক্ষ্য হল চিনের প্রেসিডেন্ট শি জিংফিংয়ের ভারত সফরের বিষয়টি নিশ্চিত করা।

আরও পড়ুন: নাৎসি বাহিনীর সঙ্গে আরএসএস-এর তুলনা! কাশ্মীর নিয়ে ইমরান খানের ফের উস্কানিমূলক মন্তব্য

জয়শঙ্করের সফরসূচি পূর্ব নির্ধারিত হলেও জম্মু-কাশ্মীর ও লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল করা নিয়ে চিনের অবস্থান সুস্পষ্ট করতে এই সফরের তাঁর একাধিক বৈঠকে আলোচনা হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। এই ইস্যুতে ইতিমধ্যেই বার বার বিরোধিতায় সরব হয়েছে পাকিস্তান। পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি ৩৭০ ধারা বিলোপের বিরোধিতায় চিনের সমর্থন চাইলেই আপাতত এ বিষয়ে নিরব রয়েছে বেজিং।

.