এবার শেয়ার বাজারে ফেসবুক

বাজারে প্রথম শেয়ার ছাড়ল সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক। শুক্রবার প্রতি শেয়ার পিছু ৪৮ মার্কিন ডলার প্রিমিয়ামে মার্কিন স্টক এক্সচেঞ্জ নাসডাক-এ আত্মপ্রকাশ করল ফেসবুকের শেয়ার। প্রাথমিক ভাবে প্রতি শেয়ার পিছু ৩৮ মার্কিন ডলার ধার্য করেছিল সংস্থাটি। আপাতত তার ১০ শতাংশ প্রিমিয়াম হিসেবে নির্ধারিত হয়েছে। বাজারে শেয়ার আসার ১৫ মিনিটের মধ্যে ৪০ মার্কিন ডলারের বিনিময় ট্রেডিং করছে ফেসবুকের শেয়ার।

Updated By: May 18, 2012, 10:00 PM IST

বাজারে প্রথম শেয়ার ছাড়ল সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক। শুক্রবার প্রতি শেয়ার পিছু ৪৮ মার্কিন ডলার প্রিমিয়ামে মার্কিন স্টক এক্সচেঞ্জ নাসডাক-এ আত্মপ্রকাশ করল ফেসবুকের শেয়ার। প্রাথমিক ভাবে প্রতি শেয়ার পিছু ৩৮ মার্কিন ডলার ধার্য করেছিল সংস্থাটি। আপাতত তার ১০ শতাংশ প্রিমিয়াম হিসেবে নির্ধারিত হয়েছে। বাজারে শেয়ার আসার ১৫ মিনিটের মধ্যে ৪০ মার্কিন ডলারের বিনিময় ট্রেডিং করছে ফেসবুকের শেয়ার। এর মাধ্যমে ফেসবুক বাজার থেকে অন্তত এক হাজার ৬০০ কোটি মার্কিন ডলার সংগ্রহ করবে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে এটিই হবে আইটি সংস্থা হিসেবে বিশ্বে সর্বোচ্চ প্রারম্ভিক শেয়ার মূল্য (আইপিও)।
আমেরিকার ইতিহাসে বাজারে প্রথম শেয়ার ছেড়ে মোট সংগৃহীত অর্থ আয়ের মধ্যে এটাকে তৃতীয় সর্বোচ্চ বলে মনে করা হচ্ছে। এর আগে ২০০৮-এ প্রথম শেয়ার ছেড়ে ভিসা এক হাজার ৯৭০ কোটি মার্কিন ডলার এবং গাড়ি প্রস্তুতকারী সংস্থা জেনারেল মোটর্‌স ২০১০-এ এক হাজার ৮১০ কোটি মার্কিন ডলার সংগ্রহ করে।
ফেসবুকের শেয়ার প্রাথমিক ভাবে সংশ্লিষ্ট আর্থিক সংস্থাগুলির মাধ্যমে বণ্টন করা হবে। মরগ্যান স্ট্যানলির মতন ব্যাঙ্কের পাশাপাশি বিভিন্ন বিনিয়োগকারী সংস্থা, মিউচ্যুয়াল ফান্ডও রয়েছে। প্রসঙ্গত, ফেসবুক'ই এই মুহূর্তে ভারতের সবথেকে বড় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট।

.