১৭৫ বছর আগেই তোলা হয়ে গিয়েছিল পৃথিবীর প্রথম সেলফি
ওয়েব ডেস্ক: সেলফি। স্মার্টফোনের দৌলতে এই ছোট্ট শব্দটা এখন মোটামুটি জেন ওয়াই-এর অস্তিত্বের সঙ্গে জড়িয়ে গেছে। সেলফি তুলে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আপলোড করা সম্ভবত হটেস্ট লেটেস্ট ট্রেন্ড। কিন্তু জানা আছে কি এই স্মার্টফোন যুগের বহু বছর আগেই তোলা হয়েছিল প্রথম সেলফি? আজ থেকে ১৭৫ বছর আগে ফিলাডেলফিয়ার যুবক রবার্ট কর্নেলিয়াস তুলে ফেলেছিলেন নিজের সেলফি বা সেলফ পোট্রেয়ট।
১৮৩৯ সালে বাবার দোকানে পৃথিবীর প্রথম সেলফিটি তোলেন বছর ৩০-এর রবার্ট।
ক্যামেরার লেন্সের ক্যাপ সরিয়ে, ক্যামেরা সেট করে ছুট্টে ফ্রেমের সামনে চলে যান রবার্ট। পাঁচ মিনিট ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকেন তিনি। ক্যামেরাও নিজের কাজ করে যায়। স্টিল ফটো ওঠে রবার্টের। পৃথিবীর প্রথম সেলফি!
ডাচ অভিবাসীর ছেলে রবার্ট চিরকালই পোট্রেট ফটোগ্রাফার হতে চাইতেন। পরবর্তীকালে বাবার আলোর দোকানের ব্যবসা টানা ২০ বছর সামলান তিনি।
১৮৭৭ সালে অবসর নেন তিনি। ১৮৯৩ সালে মারা যান বিশ্বের সেলফি পথিকৃৎ রবার্ট কর্নেলিয়াস।