ওকলাহোমায় নিহত পাঁচ ভারতীয়
উত্তর আমেরিকার এক পথ দূর্ঘটনায় মারা গেলেন হায়াদরাবাদের পাঁচ তথ্যপ্রযুক্তি কর্মী। ওকলাহোমার হাইওয়েতে একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয় একটি শেভ্রোলে ক্যারামো গাড়ির। পুলিশ জানিয়েছে দূর্ঘটনার পরই গাড়িটিতে আগুন ধরে যায়।
উত্তর আমেরিকার এক পথ দূর্ঘটনায় মারা গেলেন হায়াদরাবাদের পাঁচ তথ্যপ্রযুক্তি কর্মী। ওকলাহোমার হাইওয়েতে একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয় একটি শেভ্রোলে ক্যারামো গাড়ির। পুলিশ জানিয়েছে দূর্ঘটনার পরই গাড়িটিতে আগুন ধরে যায়।
প্রথমিক ভাবে মনে করা হচ্ছে গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা ট্রাক্টরটিতে ধাক্কা মারায় বিপ্ততি ঘটে। সংঘর্ষের জেরে গাড়িটি ট্রলারের তলায় ঢুকে যায়।
গাড়িটি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাঁচ জন যাত্রীর ঘটনা স্থলেই মৃত্যু হয়। দূর্ঘটনার পর ওকলাহোমা হাইওয়েতে বেশ কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
পুলিস সুত্রে এখনও মৃতদের পরিচয় জানানো হয়নি। তবে তথ্যপ্রযুক্তি কর্মীদের এক বন্ধু মৃতদেহ শনাক্ত করে বলে জানিয়েছে উত্তর আমেরিকার তেলেগু সংগঠন। যশবন্ত রেড্ডি সুব্যাগারি, ফানিন্দ্রা গাদে, অনুরাগ আন্থাতি, শ্রীনিবাস রবি এবং ভেঙ্কট। এঁরা সকলেই হায়দরাবাদের বাসিন্দা বলে জানা গিয়েছে। স্থানীয় তেলেগু সংগঠনের সভাপতি প্রসাদ থোতাকুরা জানিয়েছেন পুলিসের সহযোগিতায় তারা দেহ গুলিকে দেশে ফেরানোর ব্যবস্থা করছেন।