প্রাক্তন পাক বায়ুসেনার আধিকারিকের ফাঁসি

প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফকে খুন করার চেষ্টার অভিযোগে অভিযুক্ত এক প্রাক্তন বায়ুসেনা আধিকারিককে ফাঁসি দিল পাকিস্তান। পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে এই খবর মিলেছে।

Updated By: Jan 10, 2015, 12:54 PM IST

রাওয়ালপিন্ডি, পাকিস্তান: প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফকে খুন করার চেষ্টার অভিযোগে অভিযুক্ত এক প্রাক্তন বায়ুসেনা আধিকারিককে ফাঁসি দিল পাকিস্তান। পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে এই খবর মিলেছে।

পাকিস্তানের ডন পত্রিকার অনলাইন এডিশনে  প্রকাশিত হয়েছে, রাওয়ালপিন্ডির কেন্দ্রীয় সংশোধনাগারে শুক্রবার রাতে খালিদ মেহমুদ নামে ওই অভিযুক্তকে ফাঁসি দেওয়া হয়।

১৪ ডিসেম্বর, ২০০৩ সালে রাওয়ালপিন্ডিতে মুশারফকে হত্যা করার চেষ্টা করা হয়। সেই ঘটনায় গ্রেফতার হন মেহমুদ। ২০০৫ সালের ৩ অক্টোবর তাঁকে গ্রেফতার করা হয়।

সম্প্রতি পেশোয়ারের স্কুলে জঙ্গি নাশকতায় ১৫০ জন শিশুর প্রাণ যাওয়ার পর মৃত্যুদণ্ডের সাজা প্রাপ্ত অপরাধীদের দিকে নজর দেয় নাওয়াজ শরিফের সরকার। সন্ত্রাসবাদ সংক্রান্ত অপরাধে যাঁরা সাজাপ্রাপ্ত তাঁদের যে কোনও ভাবেই ছেড়ে দেওয়া হবে না মেহমুদকে ফাঁসি দিয়ে তাই বুঝিয়ে দিল পাক প্রশাসন।

 

.