Russia Ukraine War: তিন ঘণ্টার জন্য যুদ্ধ থামিয়েছেন মোদী, দাবি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর

২৪ ফেব্রুয়ারি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর বিপুল সংখ্যক ভারতীয় মেডিকেল ছাত্র কিয়েভ, খারকিভ, মারিউপোল এবং অন্যান্য শহরে আটকা পরে। 'অপারেশন গঙ্গা'-র মাধ্যমে ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের উদ্ধার করেছে ভারত সরকার।

Updated By: Jun 4, 2022, 04:19 PM IST
Russia Ukraine War: তিন ঘণ্টার জন্য যুদ্ধ থামিয়েছেন মোদী, দাবি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তিন ঘণ্টার জন্য বন্ধ করেছিলেন। ভারতীয় শিক্ষার্থীরা যাতে ইউক্রেন থেকে নিরাপদে ফিরে আসতে পারে সেইজন্য এই কাজ করেন তিনি। শুক্রবার পাটনায় এক সাংবাদিক সম্মেলনে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এই কথা বলেন।

প্রসাদ বলেন যুদ্ধের চরম সময় বিপুল সংখ্যক ভারতীয় মেডিকেল ছাত্র ইউক্রেনে আটকে পড়েন। সেই সময় আটকে পড়া মেডিকেল শিক্ষার্থীদের উদ্ধার করা ভারত সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। পড়ুয়াদেরকে সেই দেশ থেকে বের করে আনার জন্য ইউক্রেন এবং রাশিয়ায় নিযুক্ত ভারতের হাইকমিশনারদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তাদের সঙ্গে এই কাজের পরিকল্পনা প্রসঙ্গে কথা বলার সময় তিনি বলেন যুদ্ধবিরতি হলেই এই কাজ সম্ভব। প্রসাদ আরও বলেন, প্রধানমন্ত্রী এই কাজ করতে পেরেছেন।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, "তাদের পরামর্শের পরে, প্রধানমন্ত্রী রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যুদ্ধ বন্ধ করার বিষয় কথা বলেন। যাতে ভারতীয় ছাত্রদের ক্ষতিগ্রস্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া যায়।" তাদের আলোচনার পরে ভারতীয় শিক্ষার্থীদের নিরাপদে সরে যাওয়ার জন্য তিন ঘণ্টা যুদ্ধ বন্ধ রাখা হয়। এই বিশ্বে এটাই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শক্তি।

আরও পড়ুন: Russia-Ukraine War: যুদ্ধের মাঝেই দেশের উদ্দেশ্যে বার্তা জেলেনস্কির, জানালেন ইউক্রেনের কতটা অংশ রাশিয়ার দখলে

২৪ ফেব্রুয়ারি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর বিপুল সংখ্যক ভারতীয় মেডিকেল ছাত্র কিয়েভ, খারকিভ, মারিউপোল এবং অন্যান্য শহরে আটকা পরে। 'অপারেশন গঙ্গা'-র মাধ্যমে ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের উদ্ধার করেছে ভারত সরকার।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.