প্যারিসের জঙ্গি হানার দায় স্বীকার আল কায়েদার, ফ্রান্সে আরও হামলার হুমকি

শার্লে এবদোর দফতরে হামলার দায় স্বীকার করল আল কায়েদা। শুক্রবার গভীর রাতে ইয়েমেনের আল কায়েদার একটি শাখা।

Updated By: Jan 10, 2015, 04:07 PM IST
প্যারিসের জঙ্গি হানার দায় স্বীকার আল কায়েদার, ফ্রান্সে আরও হামলার হুমকি

প্যারিস: শার্লে এবদোর দফতরে হামলার দায় স্বীকার করল আল কায়েদা। শুক্রবার গভীর রাতে ইয়েমেনের আল কায়েদার একটি শাখা।

এপি সূত্রে খবর, এক আল কায়েদা সদস্য বিবৃতি দিয়ে জানিয়েছে শার্লে এবদোর দফতরে হামলা করে ১২জনকে হত্যালীলা ঘটেছে এই জঙ্গি গোষ্ঠীর নেতৃত্বের নির্দেশেই। এই জঙ্গি জানিয়েছে মহম্মদকে অসম্মান করার প্রতিশোধ এই হামলা।

সূত্রে খবর, নিরাপত্তার খাতিরেই আন্তর্জাতিক স্তরে দায় স্বীকারের খবর প্রকাশে বিলম্ব করা হয়েছে।

যদিও, এই রিপোর্টের পিছনে এখনও কোনও সরকারি অনুমোদন পাওয়া যায়নি। মার্কিন গোয়েন্দা সূত্রে খবর, আল কায়েদা সরাসরি এই হামলার সঙ্গে জড়িত নাকি দুই বন্দুকবাজ ভাই সইদ ও শেরিফ কোয়াচিকে তারা সাহায্য করেছিল কিনা সে বিষয়ে তদন্ত চলছে।

শুক্রবার, ফরাসী পুলিসের সঙ্গে গুলির লড়াইয়ে গতকাল সন্ধেতে মারা যায় কোয়াচি ভাতৃদ্বয়।

যদিও, ওই দুই বন্দুকবাজের মধ্যে একজন একটি ফরাসী টিভি চ্যানেলে জানিয়েছিল তারা ইয়েমেনস্থিত আল কায়েদার হয়েই কাজ করেছে।

SITE মনিটারিং গ্রুপ অনুযায়ী আরবের আল কায়েদার অন্যতম  শীর্ষ নেতা হারিথ আল-নাধারি ফ্রান্স আরও জঙ্গি হানার হুমকি দিয়েছেন।

SITE অনুযায়ী নাধারি বলেছেন ''বেঁচে থাকতে হলে মুসলিমদের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করুন। নতুবা আরও অনেক 'সুসংবাদের' জন্য অপেক্ষা করুন।''

অন্যদিকে, আল কায়েদার দাবিকে উড়িয়ে দিয়ে আর এক ইসলামিক জঙ্গি গোষ্ঠী আইসিস প্যারিস হামলার দায় স্বীকার করেছে। দ্য ওয়াশিংটন টাইমস-এর রিপোর্ট অনুযায়ী আইসিস ব্রিটেন ও আমেরিকাতেও একই ধরণের জঙ্গি হামলার হুমকি দিয়েছে।

মসুলের এক মৌলনা আবু সাদ আল-আনসারি বলেছেন ''ফ্রান্স থেকে আমরা হামলা শুরু করলাম। এই জঙ্গি হানার দায় স্বীকার করছি আমরা। এর পর ব্রিটেন, আমেরিকা ও অনান্য দেশের পালা।''

 

 

.