শীতের সাইবেরিয়ায় জমে বরফ ডিম ও নুডলস

তাপমাত্রা প্রায় -৪৫ ডিগ্রি সেলসিয়াস।

Updated By: Dec 30, 2020, 12:22 PM IST
শীতের সাইবেরিয়ায় জমে বরফ ডিম ও নুডলস

নিজস্ব প্রতিবেদন: ঠাণ্ডায় জল জমে যায়। নারকেল তেলও জমে যায়। কিন্তু তাই বলে ডিম? নুডলস? 

হ্যাঁ, অবিশ্বাস্য এই ঘটনাও ঘটেছে। রাশিয়ার সাইবেরিয়ায়। ঠাণ্ডা হাওয়ার জেরে ডিম ও নুডলস জমে গিয়েছে সে দেশে। এবং সেই বরফ-ডিম ও বরফ-নুডলসের ছবি রীতিমতো ভাইরালও হয়েছে। 

ছবিতে দেখা যাচ্ছে, টেবিলে একটি প্লেট ৷ সেই প্লেটের উপর জমে গিয়েছে ডিমটি। পাশের বাটিতে নুডলস ৷ চামচ দিয়ে খাওয়ার জন্য সেটি তুলতে যেতেই দেখা গিয়েছে জমে গিয়েছে সেটিও!

জানা গিয়েছে, বিরল এই ছবিটি সাইবেরিয়ার নোভোসিবির্স্কের (town of Novosibirsk in Siberia, Russia)। এখানে এ বারের ক্রিসমাসে প্রচন্ড ঠান্ডা পড়েছে ৷ তাপমাত্রা প্রায় -৪৫ ডিগ্রি (-45 degrees celsius) হয়ে গিয়েছে ৷ মানুষ ঠাণ্ডার জেরে বাড়ি থেকে বেরতেই পারছেন না ৷ অবশ্য এমনিতে এই শহরে বছজুড়েই ঠাণ্ডা থাকে৷ তবে মুখের খাবার জমে যাওয়া? নাহ্! এতটা ঠাণ্ডার কামড় সম্ভবত আগে দেখেনি Novosibirsk শহর।

Also Read: মোড় ঘুরিয়ে দিয়েছিলেন বিশ্ব ফ্যাশনের, প্রয়াত Pierre Cardin

.