জি-টুয়েন্টি সম্মেলনে আইসিস নিকেশ করার সংকল্প মোদী-ওবামা-পুতিনদের

প্যারিসের হামলার পর আইসিসকে নিকেশ করার সংকল্প জি-টুয়েন্টিভুক্ত দেশগুলি। আইসিস বিরোধী অভিযানে চারগুণ শক্তি নিয়ে ঝাঁপাবে আমেরিকা। জি-টুয়েন্টি শীর্ষ সম্মেলনে ঘোষণা করলেন বারাক ওবামা। বললেন, এ শুধু ফ্রান্স নয়, গোটা মানবসভ্যতার ওপরই বর্বরোচিত হামলা। তুরস্কে কড়া নিরাপত্তার মাঝে জি-টুয়েন্টি সম্মেলনে যোগ দিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে এককাট্টা হয়ে লড়াইয়ের ডাক দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

Updated By: Nov 15, 2015, 11:15 PM IST
জি-টুয়েন্টি সম্মেলনে আইসিস নিকেশ করার সংকল্প মোদী-ওবামা-পুতিনদের

ওয়েব ডেস্ক: প্যারিসের হামলার পর আইসিসকে নিকেশ করার সংকল্প জি-টুয়েন্টিভুক্ত দেশগুলি। আইসিস বিরোধী অভিযানে চারগুণ শক্তি নিয়ে ঝাঁপাবে আমেরিকা। জি-টুয়েন্টি শীর্ষ সম্মেলনে ঘোষণা করলেন বারাক ওবামা। বললেন, এ শুধু ফ্রান্স নয়, গোটা মানবসভ্যতার ওপরই বর্বরোচিত হামলা। তুরস্কে কড়া নিরাপত্তার মাঝে জি-টুয়েন্টি সম্মেলনে যোগ দিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে এককাট্টা হয়ে লড়াইয়ের ডাক দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

প্যারিসের রক্তস্নানের পর সন্ত্রাসের কালো ছায়াতেই তুরস্কের আন্তালিয়ায় শুরু হল জি-টুয়েন্টি শীর্ষ সম্মেলন। জঙ্গি হানার আবহেই রাষ্ট্রনেতাদের ভাষণে উঠে এল ইউরোপের শরনার্থী সমস্যাও।

জি-টুয়েন্টি দেশগুলির মধ্যেই রয়েছে ভারত সহ ব্রিকস গোষ্ঠীভুক্ত ছটি দেশ। সম্মেলন শুরু আগেই নিজেদের মধ্যে বৈঠক সেরে নেন সেই দেশগুলির রাষ্ট্রপ্রধানরা। নরেন্দ্র মোদী, ভ্লাদিমির পুতিন, দিলমা রৌসেফদের সেই বৈঠকেও উঠে আসে প্যারিস সন্ত্রাসের প্রসঙ্গ।

পরে জি টুয়েন্টি সম্মেলনে যোগ দিয়ে আইসিস বিরোধী অভিযান জোরদার করার কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও।

ফ্রান্সের হামলার পর জি টুয়েন্টি সম্মেলন উপলক্ষ্যে তুরস্কের পর্যটন শহর আন্তালিয়া কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। তবে তুরস্ক সন্ত্রাস এড়াতে পারেনি।
সম্মেলন শুরু আগেই দক্ষিণ তুরস্কে আত্মঘাতী বিস্ফোরণের খবর আসে। তল্লাসি অভিযানের সময় সিরিয়া সীমান্তের গাজিয়ানটেপে আত্মঘাতী বিস্ফোরণ ঘটনায় এক সন্দেহভাজন আইসিস জঙ্গি। বিস্ফোরণে গুরুতর জখম হন চার পুলিস কর্মী।

 

.