রক্তাক্ত গাজায় যুদ্ধবিরতিতে উদ্যোগী রাষ্ট্রসঙ্ঘ, ইজরায়েলি হানায় মৃতের সংখ্যা হাজার ছাড়াল
মানবতার খাতিরে জরুরি ভিত্তিতে গাজায় যুদ্ধবিরতিতে উদ্যোগী হল রাষ্ট্রসঙ্ঘের প্রতিরক্ষা কাউন্সিল। গাজায় সাধারোন মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে ইজরায়েল ও হামাসের কাছে যুদ্ধবিরতির আবেদন করেছে তারা।
গাজা: মানবতার খাতিরে জরুরি ভিত্তিতে গাজায় যুদ্ধবিরতিতে উদ্যোগী হল রাষ্ট্রসঙ্ঘের প্রতিরক্ষা কাউন্সিল। গাজায় সাধারোন মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে ইজরায়েল ও হামাসের কাছে যুদ্ধবিরতির আবেদন করেছে তারা।
রামজান মাসের শেষে খুশির ঈদ আসন্ন। রাষ্ট্রসঙ্ঘের ১৫ সদস্যের কাউন্সিল রবিবার মধ্যরাতে গাজা পরিস্থিতি নিয়ে আলোচনায় বসেছিলেন। ''অবিলম্বে শর্তহীন'' যুদ্ধবিরতির আবেদন জানিয়েছন তাঁরা।
ইজরায়েলের লাগাতার আক্রমণে প্যালেস্তাইনে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। অন্যদিকে, হামাসের আক্রমণে মৃত ৪৩জন ইজরায়লি।
গাজার আটকে পড়া আহতদের সরাতে ক্রমাগত বাধা মুখে পরছিল প্রশাসন। উদ্ধারকার্য আটকে রয়েছে ১ দিন ধরে। ১২ ঘণ্টার যুদ্ধ বিরোতির পরই স্পষ্ট হয় গাজায় মৃতের সংখ্যা ইতিমধ্যেই হাজার ছাড়িয়েছে।