Car Rental Service For Moon: চাঁদের গাড়ি! এবার চাঁদেও আপনি গাড়ি ভাড়া করে সাইট সিয়িং করতে পারবেন

গাড়িগুলি সৌরশক্তিতে চলবে। ১০ বছরের বেশি টেকসই হবে। চাঁদের আবহাওয়ায় টিকে থাকতে হলে গাড়িতে দুটি সিটের মধ্যে অনেকটা ফাঁকা জায়গা রাখতে হবে।

Updated By: Jun 15, 2022, 07:33 PM IST
Car Rental Service For Moon: চাঁদের গাড়ি! এবার চাঁদেও আপনি গাড়ি ভাড়া করে সাইট সিয়িং করতে পারবেন

নিজস্ব প্রতিবেদন: নতুন কোনও স্পটে বেড়াতে গেলে আমরা প্রথমেই চিন্তা করি সাইট সিয়িংয়ে যাওয়ার গাড়ি পাওয়া যাবে তো? চাঁদে গেলেও এই চিন্তা দানা বাঁধতে পারে। সেটা ভেবেই আগে-ভাগে চাঁদে ভাড়া গাড়ির ব্যবস্থা করতে চলেছে একটি সংস্থা।

নভোচারীরা যাতে চাঁদে গিয়ে গাড়ি ভাড়া নিতে পারেন তাই মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মোটরস এবং মহাকাশ, সামরিক ও প্রতিরক্ষা যন্ত্রপাতি নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন যৌথভাবে এই গাড়ি তৈরি করছে। এই যান নভোচারী ও তাঁদের প্রয়োজনীয় যন্ত্রপাতি চাঁদে নিয়ে যাবে।

দুটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা চন্দ্রপৃষ্ঠে চলাচলের উপযোগী প্রয়োজনীয় সব ধরনের গাড়ি তৈরিতে কাজ করছে। এসব গাড়ি বাণিজ্যিকভাবে মহাকাশ পর্যটন নিয়ে কাজ করতে আগ্রহী প্রতিষ্ঠান যেমন স্পেস এক্স বা ব্লু অরিজিনেরও কাজে লাগবে। এর বাইরে 'নাসা' চাইলেও এই গাড়ি ভাড়া নিতে পারবে।

গাড়িগুলি সৌরশক্তিতে চলবে। এগুলি ১০ বছরের বেশি টেকসই হবে। চাঁদের আবহাওয়ায় টিকে থাকতে হলে গাড়িতে দুটি সিটের মধ্যে অনেকটা ফাঁকা জায়গা রাখতে হচ্ছে। দুটি স্পেস স্যুট কাছাকাছি এলে ঘষা লেগে ছিঁড়ে যেতে পারে, যা নভোচারীদের জীবনের পক্ষে ঝুঁকির হতে পারে। তাই এই পরিকল্পনা।

আগামি ২০২৫ সালে চাঁদে মানুষ নিয়ে যাওয়ার মিশন শুরু হবে। তবে এই মিশনের আগেই 'লুনার মবিলিটি ভেহিকল' নামের বিশেষ যান চাঁদে প্রস্তুত থাকবে বলে জানিয়েছে জেনারেল মোটরস ও লকহিড মার্টিন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: Pakistan: দেশবাসীকে চা কম পান করতে বলল পাক সরকার! কেন জানেন?

.