বৌদ্ধ সন্ন্যাসীর সোনার মমি, কীভাবে

মিশর দেশটার সঙ্গে সমার্থক মমি শব্দটা। প্রিয়জনের নশ্বর দেহ মমি করে রাখা নীলনদের দেশের রীতি। তবে, সম্প্রতি এক বৌদ্ধ সন্ন্যাসীর সোনার মমি পাওয়া গেল চিনে।

Updated By: May 1, 2016, 04:52 PM IST
বৌদ্ধ সন্ন্যাসীর সোনার মমি, কীভাবে

ওয়েব ডেস্ক : মিশর দেশটার সঙ্গে সমার্থক মমি শব্দটা। প্রিয়জনের নশ্বর দেহ মমি করে রাখা নীলনদের দেশের রীতি। তবে, সম্প্রতি এক বৌদ্ধ সন্ন্যাসীর সোনার মমি পাওয়া গেল চিনে।

বৌদ্ধ সন্ন্যাসী ফু হউ। সারাজীবনটা তিনি কাটিয়েছেন দক্ষিণ-পূর্ব চিনের কোয়ানঝাউ শহরের চংফু বৌদ্ধমঠে। ৯৪ বছর বয়সে ২০১২ সালে তিনি মারা যান। এরপরই তাঁর দেহকে সোনার মমি করার উদ্যোগ নেওয়া হয়।

মৃতদেহে রাসায়নিক মাখিয়ে (lacquered) সোনার প্রলেপ লাগানো হয়। এরপর সেই দেহকে বসিয়ে দেওয়া হয় একটা বড় মাটির পাত্রে। তিন বছর পর যখন সেই পাত্রকে ভেঙে তার ভেতর থেকে দেহটি বার করা হল, ততদিনে তা সোনার মমিতে পরিণত হয়েছে। জানা গেছে, এটা চিনের এক প্রাচীন রীতি। 

.