করাচি বন্দরে চিনা সাবমেরিন, সতর্ক ভারত!

গুগল আর্থের মাধ্যমে কাজ করছিলেন এক চিত্রগ্রাহক। হঠাত্‍ই সেখানে আবিষ্কার। করাচি বন্দরে দাঁড়িয়ে ছিল চিনের দুটি ডুবোজাহাজ। আর তা দেখেই এবার সতর্কতা জারি হল ভারতীয় সেনাবাহিনীতে। মনে করা হচ্ছে ভারতীয় নৌসেনার ওপর নজর রাখতেই ওই ডুবোজাহাজ পাঠিয়েছে চিন।

Updated By: Jan 7, 2017, 02:57 PM IST
করাচি বন্দরে চিনা সাবমেরিন, সতর্ক ভারত!
ছবি সৌজন্য : টুইটার

ওয়েব ডেস্ক : গুগল আর্থের মাধ্যমে কাজ করছিলেন এক চিত্রগ্রাহক। হঠাত্‍ই সেখানে আবিষ্কার। করাচি বন্দরে দাঁড়িয়ে ছিল চিনের দুটি ডুবোজাহাজ। আর তা দেখেই এবার সতর্কতা জারি হল ভারতীয় সেনাবাহিনীতে। মনে করা হচ্ছে ভারতীয় নৌসেনার ওপর নজর রাখতেই ওই ডুবোজাহাজ পাঠিয়েছে চিন।

ছবিতে দেখা গেছে, করাচি বন্দরের কাছেই দাঁড়িয়ে রয়েছে দু‍’টি পরমাণুচালিত চিনা ‌ডুবোজাহাজ। এই শ্রেণীর জাহাজ চিনই ব্যবহার করে বলে ভারতীয় নৌসেনার পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে। তবে, ছবিগুলি খুব নতুন নয় বলেই মনে করা হচ্ছে। ২০১৫ সালের মে মাসের ছবি।

আরও পড়ুন- মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বন্দুকবাজের তাণ্ডব, মৃত কমপক্ষে ৫

ভারত মহাসাগরে চিনা ডুবোজাহাজের উপস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরে অভি‌যোগ জানাচ্ছিল ভারত। ভারতীয় জলসীমায় চিনা ‌যুদ্ধজাহাজ ও ডুবোজাহাজের ওপর ভারতীয় নৌসেনা নজর রাখছে বলে আগেই জানানো হয়েছিল নৌবাহিনীর পক্ষ থেকে।

বিশেষজ্ঞদের মত, ভারতীয় নৌবাহিনীর ক্ষমতা অনুমান করতেই আরব সাগরে চরবৃত্তি করছিল চিনা ডুবোজাহাজ দুটি।

.