'না' ভোটের জয়ের পরের দিনই পদত্যাগ গ্রিসের অর্থমন্ত্রীর

গত কালই 'না' ভোটের পক্ষে রায় দিয়েছে গ্রিস। আর আজ পদত্যাগ করলেন সে দেশের অর্থমন্ত্রী ইয়ানিস ভারোফাকিস। জানালেন তাঁর এই পদত্যাদ প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাসকে বিদেশী ঋণদাতাদের সঙ্গে মধ্যস্থতা করতে সাহায্য করবে।

Updated By: Jul 6, 2015, 04:29 PM IST
 'না' ভোটের জয়ের পরের দিনই পদত্যাগ গ্রিসের অর্থমন্ত্রীর

ওয়েব ডেস্ক: গত কালই 'না' ভোটের পক্ষে রায় দিয়েছে গ্রিস। আর আজ পদত্যাগ করলেন সে দেশের অর্থমন্ত্রী ইয়ানিস ভারোফাকিস। জানালেন তাঁর এই পদত্যাদ প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাসকে বিদেশী ঋণদাতাদের সঙ্গে মধ্যস্থতা করতে সাহায্য করবে।

সোমবার এক বিবৃতিতে তিনি জানিয়েছেন ''গণভোটের ফল প্রকাশের পরেই আমি অনুপস্থিতি প্রধানমন্ত্রীকে ইউরোগ্রুপের ভিন্ন ঋণদাতাদের সঙ্গে আপস আলোচনায় সাহায্য করবে। এই কারণে আমি অর্থ মন্ত্রক ত্যাগ করলাম।''

ভারোফাকিস অবশ্য জানিয়েছেন এই ঋণদাতাদের গর্বের সঙ্গে তিনি ঘৃণা করেন এবং মন্ত্রীত্ব থেকে সরে দাঁড়ালেও প্রধানমন্ত্রী সিপ্রাসের প্রতি তাঁর পূর্ণ সমর্থন রয়েছে। পরবর্তী অর্থমন্ত্রীকেও তিনি সব রকম সাহায্য করবেন বলে জানিয়েছেন।

 

.