একদিনে ১ লক্ষ ৮১ হাজার ৪৩৭ কোটি কিলোগ্রাম বরফ গলে গেল গ্রিনল্যান্ডে!
মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এই বিপুল পরিমাণ বরফ গলে যাওয়ার ঘটনায় রীতিমতো শঙ্কিত বিশ্বের পরিবেশবিদরা!
নিজস্ব প্রতিবেদন: প্রতি বছরই জুন থেকে অগস্টের মধ্যে গ্রিনল্যান্ডের বরফ গলতে থাকে। কিন্তু তাই বলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ২ বিলিয়ান টন (যা প্রায় ১ লক্ষ ৮১ হাজার ৪৩৭ কোটি কিলোগ্রাম) ওজনের পাহাড়-সমান বরফের চাঁই গলে যাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে পরিবেশবিদদের কপালে।
জর্জিয়া ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞানী গবেষক থমাস মোটি জানান, হঠাৎ করে এই বিপুল পরিমাণ বরফ গলে যাওয়ার ঘটনা অস্বাভাবিক হলেও নতুন নয়। তিনি জানান, বিগত প্রায় দু’ দশক ধরে গ্রিনল্যান্ডের ধারাবাহিক ভাবে বরফ গলে যাওয়ার ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। চিন্তার বিষয় হল, এই বরফ গলার পরিমাণও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
Remarkable. European weather model showed temperature over parts of Greenland peaked at 40 DEGREES above normal Wednesday.
Melting observed on 45% of Greenland ice sheet that day, likely a record so early in season.
More info on craziness in the Arctic: https://t.co/dQtwsjEURE pic.twitter.com/iZLziUGs1N
— Capital Weather Gang (@capitalweather) June 14, 2019
আরও পড়ুন: খরা থেকে বাঁচাতে প্রায় ১০০০ বন্যপ্রাণীকে বিক্রি করছে নামিবিয়া!
পরিবেশ বিজ্ঞানীরা জানাচ্ছেন, ৩৬০ গিগাটন বরফ গলার ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ১ মিলিমিটার বৃদ্ধি পায়। এ ক্ষেত্রে গ্রিনল্যান্ডেই বরফ গলেছে ২ গিগাটন। উষ্ণায়নের প্রভাবে যে ভাবে দিনের পর দিন বরফ গলার পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, তাতে রীতিমতো শঙ্কিত বিশ্বের পরিবেশবিদরা।