দু’টি ট্রেনের মুখোমুখী সংঘর্ষে বাংলাদেশে মৃত কমপক্ষে ১৫

মঙ্গলবার ভোররাতে এই দুর্ঘটনাটি ঘটেছে বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়ার কসবায়। দুর্ঘটনার পর থেকেই ঢাকা-চট্টগ্রাম রেল চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে।

Updated By: Nov 12, 2019, 11:21 AM IST
দু’টি ট্রেনের মুখোমুখী সংঘর্ষে বাংলাদেশে মৃত কমপক্ষে ১৫

নিজস্ব প্রতিবেদন: ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় বাংলাদেশে মৃত কমপক্ষে ১৫ জন, আহত বহু। মঙ্গলবার ভোররাতে এই দুর্ঘটনাটি ঘটেছে বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়ার কসবায়।

জানা গিয়েছে, মঙ্গলবার ভোররাতে (রাত পৌনে ৩টে নাগাদ) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মন্দবাগ স্টেশনের কাছে তূর্ণা নিশীথা আর আন্তঃনগর উদয়ন এক্সপ্রেসের মুখোমুখী সংঘর্ষ হয়। সিগন্যাল ব্যবস্থা ত্রুটির কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশের সংবাদ মাধ্যম ‘প্রথম আলো’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, তূর্ণা নিশীথা ট্রেনের চালক সিগন্যাল না মানায় এই দুর্ঘটনা ঘটেছে। ওই প্রতিবেদন অনুযায়ী, মন্দবাগ স্টেশনে তূর্ণা নিশীথা ট্রেনটিকে দাঁড়ানোর জন্য সিগন্যাল দেওয়া হয়। কিন্তু সেই সিগন্যাল অমান্য করার ফলেই এই বিপত্তি ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তবে ঠিক কী ভাবে এবং কেন এই দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখতে রেলওয়ের পক্ষ থেকে দুটি ও জেলা প্রশাসন থেকে একটি— মোট তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের রেল সচিব মোহাম্মদ মোফাজ্জল হোসেন।

আরও পড়ুন: ইকো পার্কের কাছে বাঁক নিতে গিয়ে মেট্রোর পিলারে ধাক্কা গাড়ির, ঘটনাস্থলেই নিহত ৩

উদ্ধারকাজ চলছে। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে চিকিত্সার জন্য। ঘটনাস্থলের কাছেই একটি স্কুলে অস্থায়ী ক্যাম্প খোলা হয়েছে। দুর্ঘটনার পর থেকেই ঢাকা-চট্টগ্রাম রেল চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে।

.