পাকিস্তানের বন্যায় ভাসমান গাড়ির ওপরেই চলছে রান্না, মৃত ৪০

ভয়াবহ বন্যা পাকিস্তানে। এই ভয়াবহ বন্যায় ৪০ জন মানুষের খবর পাওয়া গিয়েছে। যার মধ্যে রয়েছে বেশ কয়েকজন শিশুও। পাঞ্জাব প্রদেশের প্রবল বর্ষণ শুরু হয় রবিবার থেকে। এরপরেই বন্যা পরিস্থিতি তৈরি হয়। বন্যায় মৃত মানুষদের বেশিরভাগের মৃত্যুর কারণ বাড়ির ছাদ ভেঙে পড়া।

Updated By: Sep 4, 2014, 07:24 PM IST
পাকিস্তানের বন্যায় ভাসমান গাড়ির ওপরেই চলছে রান্না, মৃত ৪০

ওয়েব ডেস্ক: ভয়াবহ বন্যা পাকিস্তানে। এই ভয়াবহ বন্যায় ৪০ জন মানুষের খবর পাওয়া গিয়েছে। যার মধ্যে রয়েছে বেশ কয়েকজন শিশুও। পাঞ্জাব প্রদেশের প্রবল বর্ষণ শুরু হয় রবিবার থেকে। এরপরেই বন্যা পরিস্থিতি তৈরি হয়। বন্যায় মৃত মানুষদের বেশিরভাগের মৃত্যুর কারণ বাড়ির ছাদ ভেঙে পড়া।

লাহোরে মারা গিয়েছেন ১৫ জন। লাহোরের বেশিরভাগ রাস্তাই এখন জলের তলায়। সরকারী ত্রানের কোনও চিহ্ন নেই। বাড়িতে জল ঢুকে থাকার জায়গায় নেই, তাই বেশ পাঞ্জাব প্রদেশের কয়েকটা সংসার এখন আশ্রয় নিয়েছে জলে ভাসমান গাড়িতে। আর সেই গাড়ির ওপর চলছে রান্নাবান্না।

ফয়সালাবাদে ছাদ ভেঙে পড়ে মারা গিয়েছেন তিনজন, গুরুতর আহত ১৬। মুজফরাবাদে সাত বছরের একটি বালিকা জলে ডুবে মারা গিয়েছে।

পাকিস্তানের আবহাওয়া দফতর সতর্কতা জারী করে জানিয়েছে, ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাঞ্জাবের সব নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে।

.